বাংলাদেশ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

গাজায় ১৫ মাসের সংঘাতের অবসান: যুদ্ধবিরতি কার্যকর কাল সকাল থেকে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:০৬ পিএম

গাজায় ১৫ মাসের সংঘাতের অবসান: যুদ্ধবিরতি কার্যকর কাল সকাল থেকে

গাজায় ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে। কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ সংঘাতের অবসান ঘটানোর প্রক্রিয়ার শুরু বলে মনে করা হচ্ছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, চুক্তির প্রথম ধাপে হামাস ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, যার মধ্যে নারী, শিশু ও বয়স্করা রয়েছেন। বিনিময়ে ইসরায়েল তাদের জেলে আটক থাকা কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ছেড়ে যেতে হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাড়ি ফেরার অনুমতি দিতে হবে। এছাড়া, প্রতিদিন ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশের সুযোগ পাবে।

এই চুক্তি তিনটি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতির কার্যকারিতা নিশ্চিত করা হবে। দ্বিতীয় পর্যায়ে আরও জিম্মি মুক্তির পাশাপাশি পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। তৃতীয় পর্যায়ে গাজার পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যা কয়েক বছর ধরে চলবে।

এই সংঘাত ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয়, যখন হামাস ইসরায়েলের সীমান্ত এলাকায় আক্রমণ চালায়। এতে ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর পর ইসরায়েল গাজার ওপর ভয়াবহ সামরিক অভিযান শুরু করে, যা ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে এবং লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে।

চুক্তির মধ্যস্থতায় থাকা কাতার জানিয়েছে, এই যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য একটি নতুন সম্ভাবনার সূচনা করবে। তবে হামাস জানিয়েছে, চুক্তি ভঙ্গ হলে তারা দ্বিতীয় ধাপে আর কোনো জিম্মি মুক্তি দেবে না।


 

Link copied!

সর্বশেষ :