বাংলাদেশ রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ওপেনএআই কেনার জন্য ইলন মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব, পাল্টা টুইটার কেনার প্রস্তাব অল্টম্যানের

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৮:২০ পিএম

ওপেনএআই কেনার জন্য ইলন মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব, পাল্টা টুইটার কেনার প্রস্তাব অল্টম্যানের

ইলন মাস্ক (বায়ে) ও স্যাম অল্টম্যান

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই কেনার জন্য ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন। তবে, প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরং তিনি রসিকতার ছলে পাল্টা প্রস্তাব দিয়ে বলেছেন, ওপেনএআই ৯.৭৪ বিলিয়ন ডলারে টুইটার (বর্তমানে এক্স) কিনতে প্রস্তুত।

টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। সম্প্রতি তিনি তাঁর নিজস্ব এআই প্রতিষ্ঠান xAI চালু করেছেন, তবে এর পাশাপাশি ওপেনএআইও তাঁর নজরে রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী দল সম্প্রতি ওপেনএআই কেনার জন্য ৯৭.৪ বিলিয়ন ডলারের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।

মাস্ক মনে করেন, ওপেনএআই বর্তমানে মূল দৃষ্টিভঙ্গি থেকে সরে এসেছে এবং এটি পুনরায় একটি ওপেন-সোর্স ও নিরাপত্তা-কেন্দ্রিক সংস্থা হওয়া উচিত। তাঁর এক আইনজীবী ওয়াল স্ট্রিট জার্নালে বলেছেন, “আগের মতো ওপেনএআইকে একটি উন্মুক্ত ও নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সময় এসেছে, এবং ইলন মাস্ক সেটিই নিশ্চিত করতে চান।”

ইলন মাস্কের এই বিশাল বিনিয়োগ প্রস্তাবের জবাবে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান সরাসরি প্রস্তাবটি নাকচ করে দেন। তবে, তিনি এক ধরণের কৌতুক করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেন, "ধন্যবাদ, তবে আমরা চাইলে ৯.৭৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে পারি।"

অল্টম্যানের এই মন্তব্য সরাসরি ইঙ্গিত দেয় যে ওপেনএআই বিক্রি করতে তিনি মোটেও আগ্রহী নন। মাস্ক অল্টম্যানের এই কৌতুক ভালোভাবে নেননি এবং পাল্টা প্রতিক্রিয়ায় এক্স-এ এক শব্দের একটি পোস্ট করেন: "প্রতারক"

২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান দুজনেই ছিলেন অন্যতম সহ-প্রতিষ্ঠাতা। তবে, ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই তিনি ওপেনএআইয়ের কার্যক্রম নিয়ে নানা সময়ে সমালোচনা করে আসছেন।

ইলন মাস্ক

মাস্ক অভিযোগ করেন যে, ওপেনএআইয়ের মূল লক্ষ্য ছিল জনসাধারণের জন্য উন্মুক্ত এআই প্রযুক্তি তৈরি করা। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির দিকে ঝুঁকেছে এবং মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানির বিনিয়োগে পরিচালিত হচ্ছে। মাস্ক এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন এবং এটিই তাঁর ওপেনএআই অধিগ্রহণের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মাস্কের প্রতিষ্ঠান xAI ইতোমধ্যেই নিজস্ব এআই চ্যাটবট Grok চালু করেছে, যা তাঁর মালিকানাধীন এক্স-এ (সাবেক টুইটার) সংযুক্ত হয়েছে। তবে, ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে নেতৃত্ব ধরে রেখেছে। এ কারণেই মাস্ক ওপেনএআইয়ের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

প্রযুক্তি বাজারে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার দখলদারিত্ব নিয়ে বড় বড় কোম্পানির মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে। গুগল, মাইক্রোসফট, এপল, অ্যামাজন—সকলেই নিজেদের এআই প্রযুক্তি উন্নত করতে কাজ করছে। মাইক্রোসফট ইতিমধ্যে ওপেনএআইয়ে বড় বিনিয়োগ করেছে, ফলে মাস্কের প্রস্তাব বাস্তবে রূপ নেবে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।

ইলন মাস্ক ব্যবসা জগতে একরোখা হিসেবে পরিচিত। তাঁর অতীতের কর্মকাণ্ড দেখলে বোঝা যায়, তিনি যা করতে চান, তা করেই ছাড়েন। ২০২২ সালে তিনি টুইটার কেনার জন্য প্রাথমিকভাবে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দেন, যদিও টুইটারের মালিকরা প্রথমে রাজি ছিলেন না। পরবর্তীতে মাস্কের চাপ ও আইনি লড়াইয়ের মাধ্যমে মালিকপক্ষ বাধ্য হয়ে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার বিক্রি করে।

এই অভিজ্ঞতার পর অনেকেই মনে করছেন, মাস্ক হয়তো ওপেনএআই অধিগ্রহণের জন্য আরও কঠোর অবস্থান নিতে পারেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ওপেনএআই কিনতে হলে মাস্ককে টুইটারের চেয়েও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ এখানে শুধু কোম্পানির সিদ্ধান্তই নয়, বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার মতামতও বড় ভূমিকা রাখবে।

Link copied!

সর্বশেষ :