বাংলাদেশ রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

বিদেশি বিনিয়োগে ধস: ছয় মাসে নজিরবিহীন ৭১% পতন!

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৩:৪৯ পিএম

বিদেশি বিনিয়োগে ধস: ছয় মাসে নজিরবিহীন ৭১% পতন!

বিদেশি বিনিয়োগে ধস

দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের ধস দেখা দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ প্রায় ৭১ শতাংশ কমে গেছে। সাম্প্রতিক সময়ে এমন পতন অর্থনৈতিক ক্ষেত্রের জন্য এক গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

মাত্র ২১ কোটি ডলারের বিনিয়োগ! অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মাত্র ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৭৪ কোটি ৪০ লাখ ডলার।

গত রবিবার প্রধান উপদেষ্টার কাছে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া একটি প্রতিবেদনে এই চিত্র উঠে আসে।

বিনিয়োগ কমার কারণ কী? 

বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যবসা সহজ করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই বিদেশি বিনিয়োগে ধস নেমেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসা সহজ করার ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে। পাশাপাশি চলমান রাজনৈতিক অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।’

তিনি আরও যোগ করেন, ‘দেশে যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র ৭ শতাংশ, সেখানে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা অত্যন্ত কঠিন।’

রাজনৈতিক অস্থিরতা ও সুশাসনের ঘাটতি বড় বাধা বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, দুর্নীতি দমন এবং সুশাসন নিশ্চিত করতে হবে।

অর্থনীতিবিদরা মনে করেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক সম্ভাবনা দেখালেও বর্তমান বাস্তবতায় বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না।

প্রথম ছয় মাসে বিনিয়োগে ৭১ শতাংশ হ্রাস

পুনর্বিনিয়োগই বড় ভরসা বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের বড় অংশই আসে আগে থেকেই বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর পুনর্বিনিয়োগ থেকে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে মাত্র দেড়শ কোটি ডলার বিনিয়োগ এসেছে। এর মধ্যে নতুন ইকুইটি বিনিয়োগ ছিল মাত্র ৬৬ কোটি ৮০ লাখ ডলার।

প্রান্তিক হিসাবেও পতন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, প্রান্তিক হিসাবেও বিনিয়োগের পতন স্পষ্ট। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১৫ কোটি ডলার। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এ বিনিয়োগ নেমে আসে মাত্র সাত কোটি ডলারে।

Link copied!

সর্বশেষ :