বাংলাদেশ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশের নির্দেশ: আদানিকে ১৬০০ মেগাওয়াটের পুরোটাই দিতে হবে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:১২ পিএম

বাংলাদেশের নির্দেশ: আদানিকে ১৬০০ মেগাওয়াটের পুরোটাই দিতে হবে

আদানি মেগাওয়াট

বাংলাদেশ সরকার ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারকে ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে টানা তিন মাস ধরে কেন্দ্রটি থেকে সীমিত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

সরবরাহ সংকট ও বকেয়ার জটিলতা শীতকালীন বিদ্যুতের কম চাহিদা এবং বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। গত বছরের ৩১ অক্টোবর সরবরাহ সংকোচনের ফলে ১ নভেম্বর গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায় এবং কেন্দ্রটি মাত্র ৪২ শতাংশ সক্ষমতায় পরিচালিত হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকার অর্ধেক সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।

বকেয়া পরিশোধের অগ্রগতি পিডিবি চেয়ারম্যান জানান, বর্তমানে প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করা হচ্ছে। দ্বিতীয় ইউনিট পুনরায় চালু করার পরিকল্পনা থাকলেও উচ্চমাত্রার কম্পনের কারণে তা সম্ভব হয়নি।

তিনি বলেন, “আমরা নিয়মিত বকেয়া পরিশোধ করছি এবং আরও পরিশোধের চেষ্টা চলছে। এখন আদানির সঙ্গে বড় কোনো সমস্যা নেই।”

আদানিকে ১৬০০ মেগাওয়াটের পুরোটাই দিতে হবে

 

চুক্তি নিয়ে নতুন আলোচনা ২০১৭ সালে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তি করে। তবে এই চুক্তি নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আদানির বিদ্যুতের খরচ বাংলাদেশের অন্যান্য বিদ্যুতের তুলনায় গড়ে ৫৫ শতাংশ বেশি। বাংলাদেশের আদালত ইতিমধ্যে চুক্তিটি পরীক্ষা করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। চলতি মাসেই এই কমিটির প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যা চুক্তির নতুন করে আলোচনা ও পরিবর্তনের পথ খুলে দিতে পারে।

ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি পিডিবি ও আদানি কর্মকর্তাদের মধ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পিডিবির এক সূত্র জানিয়েছে, উভয় পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে।

বিতর্ক ও অভিযোগ গত ডিসেম্বরে আদানি পাওয়ার জানিয়েছিল, পিডিবির কাছে তাদের প্রাপ্য বকেয়া প্রায় ৯০০ মিলিয়ন ডলার। যদিও পিডিবি চেয়ারম্যান দাবি করেন, বকেয়ার পরিমাণ ছিল প্রায় ৬৫০ মিলিয়ন ডলার। এছাড়া আদানি গ্রুপের বিরুদ্ধে কর রেয়াত সংক্রান্ত সুবিধা বাংলাদেশকে না দেওয়ার অভিযোগও উঠেছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মার্কিন কৌঁসুলিরা আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও আরও সাতজন নির্বাহীকে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করেন। যদিও আদানি গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

 

Link copied!

সর্বশেষ :