নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর এক হোটেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসগুলোর পরিদফতরের (আরজেএসসি) নতুন অনলাইন অ্যাপ `স্মার্ট আরজেএসসি` শীর্ষক ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক কারণেও বাজার পরিস্থিতি হেরফের হয়ে থাকে। বর্তমানে উপজেলা নির্বাচন চলছে। টাকার প্রবাহ বাজারে আছে। যেটা বাজারে প্রভাব ফেলছে।
ঈদ আসলেই অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠে মন্তব্য করে তিনি বলেন, আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। বৈঠকের পর জানানো হবে, ঈদে বাজার সহনীয় রাখতে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকার বাজার সহনীয় রাখতে সচেষ্ট আছে বলে উল্লেখ করেন তিনি।পণ্যের যথেষ্ট সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্যারিফ যেন যৌক্তিক থাকে, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
আপনার মতামত লিখুন :