শেয়ারবাজার উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একসঙ্গে কাজ করবে।মঙ্গলবার (৩০ এপ্রিল) ডিএসই থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুনর্নিয়োগ পাওয়ায় ডিএসইর পরিচালনা পর্ষদ তাকে অভিনন্দন জানাতে যান। এসময় ডিএসইর পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পুনর্নিয়োগপ্রাপ্ত বিএসইসির চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরিফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি রোজারিও এবং ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।
তিনি বলেন, আমরা নিশ্চিত যে, বিগত মেয়াদের অভিজ্ঞতার আলোকে আপনার নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিক নির্দেশনায় শেয়ারবাজার আগামীতে আরও বেশি সফলতা অর্জন করবে। একই সঙ্গে দেশের শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য শেয়ারবাজার অংশীদারত্ব হিসেবে কাজ করবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আরও বেশি উত্সাহিত করবে। দুই বছরেরও অধিক সময় করোনা মহামারির ফলে দেশ এক মহাবিপর্যয়ে পড়ে। করোনা যেতে না যেতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সারাবিশ্বের মতো দেশের অর্থনীতিতেও যার নেতিবাচক প্রভাব পড়ে৷ এক বছরের অধিক সময় ধরে চলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা-উত্তাপ।
তিনি আরও বলেন, পুরো সময়টায় কাজের বৈরী পরিস্থিতি সত্ত্বেও শেয়ারবাজারে যুক্ত করেছেন এসএমই মার্কেট, বন্ড মার্কেট, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি), কাজ শুরু করেছেন কমোডেটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভ মার্কেট চালু করার। এছাড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায় আনেন ব্যাপক পরিবর্তন। সঙ্গে বন্ধ করেন প্লেসমেন্ট বাণিজ্য, লটারিতে আনেন পরিবর্তন। মিউচ্যুয়াল ফান্ড ও বন্ড মার্কেটকে শক্তিশালী করার চেষ্টা, পাশাপাশি সরকারি বন্ডকে সেকেন্ডারি মার্কেটে লেনদেনের উপযোগী করে তোলাসহ বহুবিদ কর্মপরিকল্পনা।
এছাড়া আপনি দেশের শেয়ারবাজারকে বিশ্বমানের শেয়ারবাজারে পরিণত করতে এবং বিদেশি বিনিয়োগ আনতে বিশ্বের বিভিন্ন দেশে রোড-শোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও শেয়ারবাজারকে তুলে ধরেছেন। আপনার শেয়ারবাজার বিষয়ক বহুবিধ কর্মপরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তা চেতনা বিশ্ব-দরবারে নজর কেড়েছে। এরই প্রেক্ষিতে আপনি বিশ্বের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন’স এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন৷ যা প্রথমবারের মতো গৌরব অর্জন করে দেশের শেয়ারবাজার, বলেন ডিএসইর চেয়ারম্যান।
হাসান বাবু বলেন, আর্থিক খাতের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আপনার দ্বিতীয় মেয়াদে যোগদানে দেশের শেয়ারবাজার নতুন রূপে এবং নতুন আঙ্গিকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের অন্যতম একটি আকর্ষণীয় শেয়ারবাজারে পরিণত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আপনার মতামত লিখুন :