বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’ মুক্তির তারিখ ১৫ নভেম্বর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১২:৪৮ এএম

শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’ মুক্তির তারিখ ১৫ নভেম্বর

সিনেমার দৃশ্যে শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: পরিচালকের সৌজন্যে

শাকিব খানের তুফান এখনও দেশ-বিদেশের সিনেমা হলে দেখানো হয়। ছবিটি ১ নভেম্বর পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শাকিব  ভক্তদের জন্য সুখবর, “দরদ” মুক্তি পাবে ১৫ নভেম্বর। মুক্তির আগে ছবিটির পরিচালক অনন্য মামুন রোববার কিছু নতুন স্থিরচিত্র প্রকাশ করেছেন।

https://prothomsangbad.com/
সিনেমার দৃশ্যে শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: পরিচালকের সৌজন্যে
 


অনন্য মামুন বলেন, দরদ একটি রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার যেটিতে শাকিব খানকে নতুন লুকে দেখা যাবে। মামুনের মতে, "চারটি প্রোডাকশন হাউসের পৃষ্ঠপোষকতায় এটি প্রথম প্যান-ইন্ডিয়ান ছবি।"

https://prothomsangbad.com/
সিনেমার দৃশ্যে শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: পরিচালকের সৌজন্যে
 


২০২৩ সালের অক্টোবরে দারাদের চিত্রগ্রহণ শুরু হয়েছিল৷ শাকিব খানের সাথে ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান৷ ভারতের বারাণসীতে, দুলু মিয়া সন্দেহভাজন প্রভাবশালী ব্যক্তিদের হত্যার সাথে গল্পটি চলতে থাকে। পরিচালক বলেন, ছবির গল্প যতই এগোচ্ছে ততই জটিল হচ্ছে। আবেগ আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয়। শাকিব খান ও সোনাল চৌহান

সিনেমার দৃশ্যে শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: পরিচালকের সৌজন্যে
 


অনন্য মামুন জানান, ১৪৯ মিনিটের চলচ্চিত্র ‘দরদ’ একযোগে ২০টি দেশে মুক্তি পাবে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির অন্যতম প্রযোজকও মামুন। অন্যান্য নির্মাতারা হলেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা এবং কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। বিশ্বব্যাপী ছবিটি বিতরণ করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও এটি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য এবং হংকং, সিঙ্গাপুরসহ ২০টি দেশে মুক্তি পাবে। কম্বোডিয়া, শ্রীলঙ্কা।

https://prothomsangbad.com/
সিনেমার দৃশ্যে শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: পরিচালকের সৌজন্যে
 


শাকিব খান এবং সোনাল চৌহান ছাড়াও ”দরদ” আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাথেশ, জাকির হোসেন, ফারহান খান রিও, তানভীর তারেক এবং বিশ্বজিৎ চক্রবর্তী।

https://prothomsangbad.com/
সিনেমার দৃশ্যে  সোনাল চৌহান। ছবি: পরিচালকের সৌজন্যে
 


ছবিটিতে মোট চারটি গান রয়েছে বলে জানান পরিচালক। গানগুলো পরিবেশন করেছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান। লেখাটি লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর আলী ও জালাল চৌধুরী। সুরকার ও সঙ্গীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গান ছাড়াও আরও তিনটি হিন্দি গান রয়েছে। হিন্দি গান গেয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মণ ও মোহাম্মদ ইরফান।

Link copied!

সর্বশেষ :