বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

পাঁচ দিন পরেই আসছে ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ১০:০৮ এএম

পাঁচ দিন পরেই আসছে ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার

পুষ্পা ২: দ্য রুল সিনেমায় আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত এবং সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি নিয়ে বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে অপেক্ষার উত্তেজনা তুঙ্গে। প্রথম সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় দ্বিতীয় পর্বটি নিয়েও ভক্তদের প্রত্যাশা বেশ উঁচুতে। আগামী ৫ ডিসেম্বর এই ছবি মুক্তির তারিখ হিসেবে নির্ধারিত হয়েছে।

তবে এর আগে পুষ্পার ভক্তদের জন্য এসেছে একটি নতুন চমক। সিনেমাটির ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আসছে ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে ট্রেলারটি প্রকাশিত হবে। এ বিষয়ে নির্মাতারা তাঁদের অফিসিয়াল টুইটারে ঘোষণা দেন, যেখানে তাঁরা লিখেছেন, “ম্যাস ফেস্টিভ্যাল শুরু হওয়ার আগেই একটি ‘অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং হিট’ ছাড়ব সিনে দুনিয়ায়।”

পুষ্পা: ২ 

প্রথম সিনেমার সফলতার পর থেকেই ‘পুষ্পা ২’ নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা এবং প্রতীক্ষা চলছিল। ইতিমধ্যেই এই সিনেমার প্রথম লুক ও পোস্টার ব্যাপক আলোচিত হয়েছে। আল্লু অর্জুনের বিপরীতে শ্রীভল্লি চরিত্রে থাকছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, যিনি বিশেষভাবে ভক্তদের কাছে ‘ভারতের ক্রাশ’ নামে পরিচিত।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি প্রথমবার ২০২১ সালে মুক্তি পায় এবং সেটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করা এই সিনেমাটি মূলত ক্রাইম-ড্রামা ঘরানার। গল্পটি ভারতের আদিবাসী জীবনকে কেন্দ্র করে তৈরি, যেখানে প্রধান চরিত্র পুষ্পা রাজ একজন যুবক হিসেবে অবৈধ লাল চন্দন কাঠ পাচারের ব্যবসায় জড়িয়ে পড়ে। আস্তে আস্তে সে অপরাধী জগতে শক্তিশালী নেতায় পরিণত হয়। ছবির দ্বিতীয় পর্বে দেখানো হবে এই নেতা হিসেবে পুষ্পা রাজের শাসনকাল।

 

Link copied!

সর্বশেষ :