বাংলাদেশ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পরীমণি শত্রুতা প্রসঙ্গে ‌‘মুনমুনের উপদেশ’ নিলেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০১:৪৪ পিএম

পরীমণি শত্রুতা প্রসঙ্গে ‌‘মুনমুনের উপদেশ’ নিলেন

ঢালিউড অভিনেত্রী পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি ফেসবুকে নিয়মিত। তবে রোববার (১৯ মে) তিনি যে পোস্ট করেছেন তা তার আগের পোস্টের থেকে কিছুটা ভিন্ন। তার অবদান নিন্দুক, সমালোচক এবং শত্রুতা বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
ক্যারিয়ার আর ব্যক্তিজীবন নিয়ে সব সময়ই মিডিয়ার আলোচনায় থাকেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। তবে এবার আলোচনার ইস্যু একটু ভিন্ন। স্ট্যাটাসে শত্রুদের কারও নাম সরাসরি প্রকাশ না করে পরী রহস্য ভরা কথা বলেন। জানান, জীবনে নিন্দুক, সমালোচক আর শত্রুদের বিশ্রি সমালোচনায় মন-মেজাজ খারাপ হলেও আত্মবিশ্বাস বেড়েছে।
শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়ত পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নিগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট- এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে- এই এদের জন্যে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলসে। আহা! যদি জানতো!
এরকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিই নি৷ বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি৷ ফলাফল- নিজেকে নতুন করে আবিস্কার করেছি, আরো আত্মবিশ্বাসী হয়েছি, এবং আরেকটু ভাল কিছু ঝুলিতে যুক্ত হয়েছে।
তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরো ইস্পাত কঠিন করে দিয়েছে৷ এরা জানেই না কত উপকার করেছে!
তাই, খোঁচামারানি, সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন। এরাই আপনাকে গ্রো কর‍তে হেল্প করবে।

Link copied!

সর্বশেষ :