বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

শাহরুখ খান কে পুরোদস্তুর অনুসরণ করছেন শাকিব খান, নামলেন ক্রিকেটের মাঠেও

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০১:১৯ পিএম

শাহরুখ খান কে পুরোদস্তুর অনুসরণ করছেন শাকিব খান, নামলেন ক্রিকেটের মাঠেও

বিপিএল দল ঢাকা ক্যাপিটালস এর লোগো উন্মোচন করলেন শাকিব খান

ক্যারিয়ার, ব্যাক্তিজীবন, বাড়ির নাম, সন্তানের নাম সব কিছুতেই যেন শাকিব খান অনুসরণ করছেন বলিউড বাদশা শাহরুখ খান কে। এবার বলিউড বাদশাহকে অনুসরণ করে নেমে পরলেন ক্রিকেটের মাঠেও৷ সিনেমার বাইরেও আত্মপ্রকাশ করলেন  ব্যবসায়ী হিসেবে। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা দলের সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেতা।


কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ক্রিকেটের জগতে প্রবেশ করতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা শাকিব খান। তবে বিষয়টি ধোয়াশার মধ্যেই ছিলো। অবশেষে দুমাস পর দেশে ফিরে বিষয়টি নিশ্চিত করলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ক্রিকেট দল কিনলেন শাকিব খান। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঘোষণা করেন, তার দলটির নাম ‍‍`ঢাকা ক্যাপিটালস‍‍`।

এর আগে ২৮ সেপ্টেম্বর, শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয়, যেখানে একটি স্থিরচিত্রের ক্যাপশনে লেখা ছিল, ‘বিপিএল ১১তম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক, কিন্তু টিমের নাম কী হবে? আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!‍‍`

দর্শকদের মতামতের ভিত্তিতে নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার গুলশানের রিমার্ক হারল্যানের প্রধান কার্যালয়ে ‍‍`ঢাকা ক্যাপিটালস‍‍` টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মামনুন ইমন এবং ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ।

ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিব খান জানিয়েছেন, বিপিএলে টিমের নাম প্রস্তাব করতে দেশ ও বিদেশ থেকে তার সমর্থক এবং ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন, যা তাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। ক্রিকেটে নতুন পথচলাকে দারুণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই ঢালিউড তারকা।

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় রয়েছেন। এবার বাংলাদেশেও শুরু হলো সেই ধারা, যেখানে শাকিব খান শাহরুখ খানের পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেট দলের মালিক হলেন। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

Link copied!

সর্বশেষ :