‘আ কমপ্লিট আননোন’-এ জোয়ান বায়েজ চরিত্রে মনিকা বারবারো: ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া এক সিনেমা
পর্দায় তরুণ বব ডিলানের জীবনীচিত্র, সেখানে জোয়ান বায়েজ না থাকলে কি চলে!
বিখ্যাত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে জেমস ম্যানগোল্ডের ‘আ কমপ্লিট আননোন’। গত ডিসেম্বরে মুক্তির পর ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমায় বব ডিলান চরিত্রে অভিনয় করেছেন টিমোথি শ্যালামে, যিনি সেরা অভিনেতার ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছেন। আর জোয়ান বায়েজ চরিত্রে মনিকা বারবারোর অভিনয়ও ছিল চোখে পড়ার মতো, যার সুবাদে তিনি পেয়েছেন সেরা পার্শ্বচরিত্রে অভিনেত্রীর অস্কার মনোনয়ন।
জোয়ান বায়েজ: একজন প্রতিবাদী শিল্পী
‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশ নিতে না পারলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে জোয়ান বায়েজ গেয়েছিলেন ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটি।
তিনি ছিলেন মানবাধিকার, বন্দিমুক্তি ও যুদ্ধবিরোধী আন্দোলনের সক্রিয় অংশীদার।
ষাটের দশকে বব ডিলানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।
‘আ কমপ্লিট আননোন’ ছবিতে বব ডিলানের শুরুর দিকের জীবনীকে তুলে ধরা হয়েছে, যেখানে স্বাভাবিকভাবেই জোয়ানের উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল।
মনিকা বারবারো: এক সিনেমায় বদলে গেল ক্যারিয়ার
২০২০ সালের মার্চে ছবিটির জন্য ই-মেইলে প্রস্তাব পান মনিকা বারবারো।
জোয়ান বায়েজকে বোঝার জন্য তাঁর গান শুনেছেন, সাক্ষাৎকার দেখেছেন, বই পড়েছেন এবং গিটার বাজানো শিখেছেন।
সিনেমায় নিজেই জোয়ানের গান গেয়েছেন, যা ছিল তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
‘আমি খুবই ভয়ে ছিলাম, মিউজিক আমার কাছে সবচেয়ে কঠিন বিষয় মনে হয়েছিল। তবে এখন আত্মবিশ্বাস বেড়েছে।’
অভিনয় থেকে আলোচনায় আসা
২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও আলোচনায় আসতে এক দশক লেগে যায়।
২০২২ সালে টম ক্রুজের সঙ্গে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমা তাঁকে পরিচিতি এনে দেয়।
২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘ফুবার’-এ অভিনয় করেন আর্নল্ড শোয়ার্জেনেগারের সঙ্গে।
তবে এই কাজগুলোর চেয়েও ‘আ কমপ্লিট আননোন’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। অস্কার মনোনয়ন পেয়ে রাতারাতি আলোচনায় এসেছেন মনিকা বারবারো।
‘আমি এখনো ঘোরের মধ্যে আছি’—ভালচারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মনিকা।
এখন তিনি ইউরোপজুড়ে সিনেমাটির প্রিমিয়ারে ব্যস্ত। তবে তাঁর সবচেয়ে বড় ইচ্ছা এখনো অপূর্ণ—তিনি চান জোয়ান বায়েজের সঙ্গে দেখা করতে।
আপনার মতামত লিখুন :