বাংলাদেশ রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বয়স ৬০ হলেও আমি এখনো ৩০-এর মতো দেখতে! শাহরুখের মজার মন্তব্য ভাইরাল

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৯:৪৯ পিএম

বয়স ৬০ হলেও আমি এখনো ৩০-এর মতো দেখতে! শাহরুখের মজার মন্তব্য ভাইরাল

শাহরুখ খান

শাহরুখ খানের নতুন ছবি ‘দ্য কিং’ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস

???? ‘পাঠান’-এর মতোই দারুণ হবে নতুন সিনেমা, জানালেন শাহরুখ খান

বলিউডের কিং খান শাহরুখ খান শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের মাতিয়ে রাখেন তাঁর রসিকতা ও মুগ্ধ করা কথোপকথনে। গতকাল রোববার দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ, আর সেখানে দেওয়া তাঁর বক্তব্য এখন রীতিমতো ভাইরাল! ????

???? এ বছর ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন শাহরুখ, কিন্তু তাঁকে দেখে সেটা বোঝার উপায় নেই! অনুষ্ঠানে মজার ছলে তিনি বলেন, ‘আমার বয়স ৬০ হবে, কিন্তু কে বলবে! আমি এখনো ৩০-এর মতোই দেখতে।’ এই মন্তব্যের পরই দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

???? ‘দ্য কিং’ সিনেমা নিয়ে শাহরুখের ঘোষণা

অনুষ্ঠানে নিজের পরবর্তী ছবি ‘দ্য কিং’ নিয়েও কথা বলেন শাহরুখ। প্রথমে শোনা গিয়েছিল, ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। তবে পরে গুঞ্জন ছড়ায়, পরিচালকের দায়িত্ব নিচ্ছেন ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। গতকাল আনুষ্ঠানিকভাবে শাহরুখও বিষয়টি নিশ্চিত করেন।

???? শুটিং শুরু হয়েছে!
শাহরুখ বলেন, ‘আমি এখন মুম্বাইয়ে শুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব দারুণ। আমি আপনাদের নিশ্চিত করতে পারি, ছবিটি “পাঠান”-এর মতোই দারুণ হবে। সবাই এটি দেখে অনেক আনন্দ পাবেন।’

????‍????‍????‍???? এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর কন্যা সুহানা খান। ছবিটিতে খলচরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে

Link copied!

সর্বশেষ :