বাংলাদেশ সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ব্রিটিশ সংগীতশিল্পী মারিয়ান ফেইথফুল মারা গেছেন, বয়স হয়েছিল ৭৮

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ১১:৪৩ পিএম

ব্রিটিশ সংগীতশিল্পী মারিয়ান ফেইথফুল মারা গেছেন, বয়স হয়েছিল ৭৮

১ ৯ ৬ ৭ সালে মারিয়ান ফেইথফুল

প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই

প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মারিয়ানের মুখপাত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বিবিসিকে পাঠানো এক বিবৃতিতে বলেন, "গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর আমাদের মাঝে নেই। তাঁর পরিবার ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা তাঁকে গভীরভাবে মিস করবেন।"

সংগীত ও অভিনয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার

১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনের হ্যাম্পস্টেডে জন্মগ্রহণ করেন মারিয়ান ফেইথফুল। মাত্র ১৮ বছর বয়সে ১৯৬৪ সালে গানের জগতে পা রাখেন। একই বছর কিংবদন্তি ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’-এর সঙ্গে কাজ শুরু করেন। ১৯৬৫ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘Marianne Faithfull’ মুক্তি পায়। সংগীত জীবনে তিনি মোট ২২টি স্টুডিও অ্যালবাম উপহার দিয়েছেন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘She Walks in Beauty’ ছিল তাঁর শেষ অ্যালবাম।

মারিয়ানের জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘As Tears Go By’, ‘Come and Stay With Me’‘The Little Bird and Summer Nights’

সংগীতের পাশাপাশি মারিয়ান অভিনয়েও সমান জনপ্রিয় ছিলেন। ষাটের দশকে মুক্তি পাওয়া ‘The Girl on a Motorcycle’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়াও ‘Ghost Story’, ‘Hamlet’, ‘Shopping’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি।

ব্যক্তিগত জীবন

মারিয়ান ফেইথফুলের ব্যক্তিগত জীবন ছিল আলোচিত। ষাটের দশকে ‘দ্য রোলিং স্টোনস’-এর গায়ক মিক জ্যাগারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ১৯৬৫ সালে ব্রিটিশ-মেক্সিকান শিল্পী জন ডানবারকে বিয়ে করেন। তবে মাত্র এক বছরের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। এরপর আরও দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি।

প্রাপ্তি ও স্বীকৃতি

সংগীত ক্যারিয়ারে বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার অর্জন করলেও ১৯৮১ সালে গ্র্যামির জন্য মনোনীত হলেও পুরস্কার জিততে পারেননি তিনি।

বর্ণাঢ্য সংগীত ও অভিনয়জীবনের অধিকারী এই শিল্পীর প্রয়াণে সংগীতজগতে শূন্যতার সৃষ্টি হলো। তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিশ্ব।

Link copied!

সর্বশেষ :