বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

রসায়নে নোবেল বিজয়ী তিন মার্কিন বিজ্ঞানী

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ১১:১১ পিএম

রসায়নে নোবেল বিজয়ী তিন মার্কিন বিজ্ঞানী

রসায়নে নোবেল বিজয়ী তিন মার্কিন বিজ্ঞানী। ছবি: সংগৃহীত

২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী তিন বিশিষ্ট বিজ্ঞানী—ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন ও প্রোটিনের গঠন পূর্বানুমানের গবেষণায় অসাধারণ অবদানের জন্য তারা এই পুরস্কার লাভ করেছেন। বুধবার, ৯ অক্টোবর ২০২৪, বিকাল ৩টা ৪৫ মিনিটে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের ঘোষণা দেয়।

নোবেল পুরস্কারের মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার এই তিন বিজ্ঞানীকে দেওয়া হবে। এর অর্ধেক অর্থ পাবেন ডেভিড বেকার, যিনি কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন নিয়ে গবেষণা করেছেন। বাকি অর্ধেক যৌথভাবে ভাগ করে দেওয়া হবে ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে। তারা প্রোটিনের জটিল কাঠামো অনুমানের ভিত্তিতে একটি AI মডেল তৈরি করেছেন যা গবেষণায় বিশেষ ভূমিকা পালন করছে।

ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক এবং এখানেই তিনি কৃত্রিম উপায়ে নতুন প্রোটিন তৈরিতে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার গুগলের ডিপমাইন্ড প্রজেক্টের অধীনে কাজ করছেন যেখানে তারা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রোটিনের কাঠামো নির্ধারণে সাফল্য অর্জন করেছেন।

তাদের এই গবেষণা জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রে যেমন: রোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রোটিনের গঠন প্রক্রিয়া এবং মানবদেহের বিভিন্ন কার্যাবলির বোঝাপড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আশা করা হচ্ছে এ আবিষ্কার ভবিষ্যতে জৈবপ্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।

 

প্রতি বছরের মত ২০২৪ সালেও নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। এর আগে ৭ অক্টোবর, ২০২৪ চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী হন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। মাইক্রোআরএনএ নিয়ে গবেষণার জন্য তারা পুরস্কৃত হয়েছেন। 

 

এরপর ৮ অক্টোবর,২০২৪ পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ঘোষণা করা হয়। এতে বিজয়ী হন যৌথভাবে জন জে. হপফিল্ড ও জেফরি ই. হিন্টন। তারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

নোবেল শান্তি পুরস্কার ২০২৪ এর বিজয়ীর নাম আগামী শুক্রবার ঘোষণা করা হবে।

১৯০১ সাল থেকে আলফ্রেড নোবেলের নামে এই পুরস্কার প্রদান করা হচ্ছে, যা বিশ্বব্যাপী বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে আসছে। 
 

Link copied!

সর্বশেষ :