বাংলাদেশ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর শুরু হচ্ছে ড্যাফোডিলে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:৪৪ পিএম

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর শুরু হচ্ছে ড্যাফোডিলে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)।

 বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ফেস্টিভ্যালের মূল আয়োজন সম্পন্ন হবে। এবারের থিম “কোস্টাল লাইফ” (উপকূলীয় জীবন), যেখানে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, প্রতিকূলতা ও সহনশীলতার গল্প তুলে ধরা হবে।

ফেস্টিভ্যালের কনভেনশন ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান বলেন, "সিডিএসটিএফ বাংলাদেশের প্রথম ক্রাউডফান্ডিং ফিল্ম ফেস্টিভ্যাল। এটি এ পর্যায়ে নিয়ে আসতে আমাদের এক বছরেরও বেশি সময় লেগেছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা প্রথম সিজনের চেয়েও ভালো করতে পেরেছি।"

ফেস্টিভ্যাল কোঅর্ডিনেটর নাঈম হাসান রিদয় বলেন, "সিডিএসটিএফ সিজন দুইয়ের এই সাফল্য প্রমাণ করে যে, আবেগ এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে অনেক কিছু অর্জন করা সম্ভব।"

ফেস্টিভ্যাল ডিরেক্টর ইকবাল হোসেন জানান, "এটি জেএমসি বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত একটি ফেস্টিভ্যাল। আমরা এটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প বলার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।"

বিচারক প্যানেলে রয়েছেন চ্যানেল ২৪-এর ব্রডকাস্ট জার্নালিস্ট ও জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা আশ্বাস এম এ চৌধুরী, স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র পরিচালক রাকা নওশিন নওয়ার এবং অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. ম্যাক্স শ্লেসার।

ফেস্টিভ্যালের শেষদিন ১৯ ফেব্রুয়ারি মিরপুর ১-এর স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ারে অনুষ্ঠিত হবে বিশেষ পর্ব, যেখানে নির্বাচিত কনটেন্টের বিশেষ প্রদর্শনী হবে। এই আয়োজনের মাধ্যমে উপকূলীয় মানুষের গল্পগুলো বৈশ্বিক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হবে এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্ব তুলে ধরা হবে।

Link copied!

সর্বশেষ :