২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। শুক্রবার স্থানীয় সময় ১১ অক্টোবর, নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট থেকে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ সময় বিকেল ৩টায় নোবেল পুরস্কারের এই ঘোষণা বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়।
বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রয়াস
নোবেল ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রের ভয়াবহতা এবং মানবতার ওপর এর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এই সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করেছে। তাদের এ প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
শান্তিতে নোবেল পুরস্কারের প্রতিদ্বন্দ্বী
এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৬ জন প্রার্থী নিবন্ধন করেছিলেন। যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা ছিল। নোবেল ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের তালিকা এবং নির্বাচন প্রক্রিয়া বেশ গোপনীয় থাকে। তবে প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং মানবাধিকারের সুরক্ষার জন্য তাঁর সংগ্রামকে স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কৃত করা হয়। এ বছর জাপানের নিহন হিদানকায়ো একইভাবে বৈশ্বিক পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলনে তাদের অবদানের জন্য শান্তিতে নোবেল পেয়েছে।
নোবেল পুরস্কার ঘোষণার পর্ব
নোবেল পুরস্কারের অন্যান্য বিভাগে বিজয়ীদের নাম চলতি সপ্তাহেই ঘোষণা করা হয়েছে। চিকিৎসাশাস্ত্রে পুরস্কার ঘোষণা করা হয় ৭ অক্টোবর এবং ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত লেখক হান কাংকে নোবেল সাহিত্য পুরস্কার দেওয়া হয়। আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শেষ হবে।
আপনার মতামত লিখুন :