বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

ইসরাইল ইস্যুতে ইরানের হুংকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৯:১৫ এএম

ইসরাইল ইস্যুতে ইরানের হুংকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে

বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ইসরাইলে নজিরবিহীন হামলা বিষয়ে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদকে তেহরান বলেছে, আত্মরক্ষার যে অধিকার রয়েছে সেটিরই ব্যবহার করেছে ইরান।রোববার (১৪ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ কথা জানায় ইরানের দূত আমির সাইয়েদ ইরাভানি।
সোমবার (১৫ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানা গেছে।সম্প্রতি দামেস্কে ইরানের দূতাবাসে ইসরাইলের হামলার কথা তুলে ধরে আমির সাইয়েদ ইরাভানি বলেন,
নিরাপত্তা পরিষদ... আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ কারণেই তেহরানের কাছে পাল্টা জবাব দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করে তিনি বলেন,
তার দেশ সহিংসতা বৃদ্ধি হোক বা যুদ্ধ চায় না। তবে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব দেবে ইরান।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।সেই হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে জাননো হয়।

Link copied!

সর্বশেষ :