বাংলাদেশ বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

দিনাজপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৯:২০ পিএম

দিনাজপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটক ব্যক্তিরা

কুমিল্লা থেকে আসা দিনাজপুরে ২৪ কেজি গাঁজার একটি চালান জব্দ করেছে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী ইউনুস (৫৩) ও বাবুল হোসেনকে (৩৬) আটক করা হয়।

সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরে একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে নিয়ে যাওয়ার সময় র‌্যাবের হাতে আটক হয় তারা। এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। যার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা বলে দাবি র‌্যাবের।

র‌্যাব ১৩-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী মো. ইউনুস উপজেলার ঢাকেশ্বরী বগুড়াপাড়ার মৃত টুনু প্রামাণিকের ছেলে। আর বাবুল হোসেন একই উপজেলার চাকাই কামারপাড়ার মৃত সিরাউ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

Link copied!

সর্বশেষ :