বাংলাদেশ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঢাকাসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৯:১৩ এএম

ঢাকাসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প

ভূমিকম্প। ছবি: প্রতিকী

আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। এর উৎপত্তি হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশা-সংলগ্ন বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় এবং বাংলাদেশ থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫০১ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্র থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দূরত্ব ৫২৬ কিলোমিটার হওয়ায় সেখানে ভূমিকম্পটি খুব দুর্বলভাবে অনুভূত হয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশা অঞ্চলে এটি বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। পারাদ্বীপ, ভারতের পারাদ্বীপ শহর ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ২৩০ কিলোমিটার দূরে, ফলে সেখানের লোকজনও দুর্বল কম্পন অনুভব করেছে।

ভলকানো ডিসকভারি ওয়েবসাইট জানায়, ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ২১৬ কিলোমিটার দূরে ঘটেছিল এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল)। অগভীর ভূমিকম্প হওয়ায় এটি বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। গত মাসে তিব্বত-নেপাল সীমান্তে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৭.১। যেটা ভারতের শিলিগুড়ি, সিকিম ও উত্তর ভারতের কিছু অঞ্চলে অনুভূত হয়েছিল।

 

Link copied!

সর্বশেষ :