প্রবল ঘূর্ণিঝড় ডানা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রবল ঘূর্ণিঝড় ডানা উত্তর উড়িষ্যা ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে এবং ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ডানা ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আজ চট্টগ্রাম ও রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। সারা দেশে আজ রাত ও আগামীকাল শনিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া পূর্বাভাস এ আগামী ৫ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :