সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদীতে পানি ধীরে ধীরে কমছে। সিলেট জেলায় ৮০ লাখ ৩৬৫ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ।তবে সুরমা ও কুশিয়ারার তিনটি পানি সরবরাহ পয়েন্ট সতর্কতার ওপরে রয়েছে। তবে অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানির উচ্চতা কানিঘাট পয়েন্টে বন্যাস্তরের চেয়ে ১৩ সেন্টিমিটার, কুশিয়ারের অমলশিদ পয়েন্টে ২০ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৬ সেন্টিমিটার বেশি। .
মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় ৮০ লাখ ৩৬৫ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। জেলার 734টি আশ্রয়কেন্দ্রে 13,154 জন লোক ছিল। সোমবার, এই সংখ্যা ছিল 13,209।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে নদ-নদীর পানি কমতে শুরু করায় অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৩ জুন থেকে সিলেটের কয়েকটি পর্যটন ঘাঁটি অস্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :