বাংলাদেশ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামে এক মঞ্চে ৮ যুগলের যৌতুক মুক্ত ব্যতিক্রমী বিয়ে সম্পন্ন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১২:১২ পিএম

চট্টগ্রামে এক মঞ্চে ৮ যুগলের যৌতুক মুক্ত ব্যতিক্রমী বিয়ে সম্পন্ন

চট্টগ্রামে ব্যতিক্রমী বিয়ের আয়োজন।

গতকাল, ১৮ জানুয়ারি, চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে ৮টি যুগল একই মঞ্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই পুরো আয়োজনের ব্যয়ভার বহন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। "বিয়ে আপনার, খরচ আমাদের" স্লোগানে ফাউন্ডেশনটি যৌতুকমুক্ত এবং অতিরিক্ত দেনমোহর ছাড়া এই বিয়ের আয়োজন করে।

এই ব্যতিক্রমী উদ্যোগে বিয়ের পোশাক, সাজসজ্জা, রেজিস্ট্রেশন, অতিথিদের আপ্যায়ন এবং নবদম্পতিদের কক্সবাজারে হানিমুনের সম্পূর্ণ খরচ ফাউন্ডেশন থেকে বহন করা হয়েছে। এছাড়া, বিয়ের শর্ত হিসেবে যৌতুকের লেনদেন নিষিদ্ধ করা হয় এবং কাবিননামায় অতিরিক্ত দেনমোহর লেখার সুযোগ ছিল না। বর-কনে উভয় পক্ষ এই শর্তে সম্মত হয়েই বিয়েতে অংশ নেন।

বিয়েতে অংশ নেওয়া ৮টি যুগল ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ জন বর-কনের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা। তাদের জন্য আপ্যায়নের বিশেষ আয়োজন করা হয়, যেখানে ৮ পদের খাবার পরিবেশন করা হয়। বর-কনের সাজসজ্জা, ঘরের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং পরবর্তী কাউন্সেলিং সেবার ব্যবস্থাও ফাউন্ডেশন থেকে সরবরাহ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ আব্দুল হাই মো. সাইফুল্লাহ, যিনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, এই উদ্যোগ মূলত যৌতুক প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ। তিনি বলেন, "আমরা চাই যৌতুক প্রথা চিরতরে বন্ধ হোক এবং বিয়ে একটি সহজ ও পরিশুদ্ধ প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হোক।" তিনি আরও জানান, সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষদের সাহায্য করাই এই উদ্যোগের লক্ষ্য। ইতোমধ্যে ফাউন্ডেশনের এই কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম ধাপে ৫৯৫টি আবেদনের মধ্যে ১২টি যুগল বাছাই করা হয়েছে, যাদের মধ্যে ৮টি যুগলের বিয়ে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশা এনে দিয়েছে। একজন বর বলেন, "শিক্ষার্থী অবস্থায়ও বিয়ে করা সম্ভব, এই আয়োজন সেটি প্রমাণ করেছে।" আরেকজন বর বলেন, "বিয়েকে সহজ করার জন্য এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত।"

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জানুয়ারি থেকে পরবর্তী রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং সামনের বিয়ের অনুষ্ঠান রংপুর বিভাগে আয়োজন করা হবে। সেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানও থাকবে। এই উদ্যোগ শুধু একটি আয়োজন নয়, এটি যৌতুকমুক্ত সমাজ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চট্টগ্রামে অনুষ্ঠিত এই ঐতিহাসিক বিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিয়েছে।

 

Link copied!

সর্বশেষ :