বাংলাদেশ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ চারজনকে আটক করা হয়েছে :পুলিশ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০১:১৭ এএম

ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ চারজনকে আটক করা হয়েছে :পুলিশ

প্রতিচ্ছবি

রাজধানীর বেনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মকবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল লোককে বেনানী এলাকায় আটক করা হয়।

বেনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার প্রথম সংবাদকে বলেন, তারা ৩ নম্বর রোডের সেতার কাবাবের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গত রাতে 17. এসময় উপস্থিত আরো দুইজনসহ তিনজন সৈন্য পালিয়ে যেতে সক্ষম হয়। আটক দুই সেনাকে সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনকে আদালতে হাজির করে তিন দিন আটক রাখা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেননি ওসি।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, গ্রেফতারকৃত দুই সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিস্তারিত জানতে চাইলে রাসেল সারোয়ার প্রথম সংবাদকে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে নামকরা প্রতিষ্ঠানের সাংবাদিকরাও রয়েছেন। তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যামেরা ও আইডি কার্ড পাওয়া গেছে। বেনানী থানার টহল দল ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে। দলটি গ্রিল স্টারের সামনে বিশৃঙ্খলা দেখে এগিয়ে যায়। পরে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়। আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সামরিক পোশাক, জুতা ও পরিচয়পত্র পাওয়া গেছে। এ ডাকাতিতে ব্যবহৃত মিনিবাসটিও জব্দ করা হয়েছে। সেখানে ধ্বংসের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার আবিষ্কৃত হয়।

গত বছরের ১১ অক্টোবর রাতে মোহাম্মদপুরের তিন সড়কের মোড়ে বেড়িবাঁধ এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সেনাবাহিনীর ইউনিফর্ম ও র‌্যাবের পোশাক পরা ডাকাতরা নিজেদের সম্মিলিত অস্ত্র বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়। বাড়ির মালিক ও পুলিশ জানায়, তারা ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার চুরি করেছে। এই ডাকাতির তদন্তকালে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন সাবেক অফিসার সেনাবাহিনীর নাম উঠে আসে। ওই কর্মকর্তা র‌্যাব সদর দফতর শাখার প্রধান ছিলেন। 2019 সালে, তাকে সামরিক চাকরি থেকে অস্থায়ী (জোরপূর্বক) অবসরে রাখা হয়েছিল। এ ছাড়া এই ডাকাতির সঙ্গে র‌্যাব-৪-এ কর্মরত কয়েকজন পুলিশ কর্মকর্তার (নন-কমিশনড অফিসার) নাম উঠে এসেছে। কয়েকজনকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Link copied!

সর্বশেষ :