বাংলাদেশ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

হোসেনপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিশেষ কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৪:২২ পিএম

হোসেনপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিশেষ কর্মশালা

কিশোরগঞ্জে কর্মশালা।

‍‍`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‍‍` প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মানে কিশোরগঞ্জের হোসেনপুরে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। 

উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামীম রানা, এলজিইডি উপ-সহকারী কর্মকর্তা সাহাবুল ইসলাম। 

কর্মশালায় বক্তারা তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!

সর্বশেষ :