বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

হানিফ ফ্লাইওভারে নিখোঁজ গাড়িচালক সোহেলের মরদেহ উদ্ধার

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৬:৪০ পিএম

হানিফ ফ্লাইওভারে নিখোঁজ গাড়িচালক সোহেলের মরদেহ উদ্ধার

হানিফ ফ্লাইওভারে গাড়িচালকের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকা থেকে নিখোঁজের একদিন পর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার এ সোহেল মিয়া (৪৮) নামে এক গাড়িচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে সোহেল মিয়ার গাড়ি মেরামত করতে যাওয়া গ্যারেজের মালিক রুবেল পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে গ্যারেজে হত্যা করে ফ্লাইওভারে ফেলে যায় হত্যাকারীরা।

শুক্রবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় অংশে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সূচনা

নিহতের আত্মীয় হাবিবুর রহমান জানান, সোহেল পেশায় গাড়ি চালক এবং নিজেই তার গাড়ির মালিক ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি সবুজবাগের উত্তর বাসাবো এলাকার ঝিলপাড়ের একটি গ্যারেজে গাড়ির কাজ করাতে যান। গ্যারেজের মালিক রুবেল সোহেলকে জানান, গাড়ির মেরামতের জন্য কিছু যন্ত্রাংশ আনতে হবে। সেই কাজের জন্য সোহেল গাড়ির পার্টস আনার উদ্দেশ্যে গ্যারেজ থেকে বের হন। কিন্তু এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি।

সন্ধ্যায় সোহেলের স্ত্রী শারমিন গ্যারেজে যান এবং রুবেলের কাছে তার স্বামীর খোঁজ চান। রুবেল জানান, সোহেল যন্ত্রাংশ আনার জন্য গিয়েছেন। সোহেলকে বারবার ফোন করা হলেও তাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে, উদ্বিগ্ন হয়ে সোহেলের স্ত্রী সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। হাবিবুর রহমান অভিযোগ করেন, গ্যারেজ মালিক রুবেল পরিকল্পিতভাবে সোহেলকে হত্যা করেছেন এবং এখন তিনি পলাতক।

সোহেলের পরিচয় 

নিহত সোহেলের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার খোকনকান্দি গ্রামে। তার বাবার নাম মোকলেসুর রহমান। তিনি বর্তমানে ঢাকার বাসাবো কদমতলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশি তদন্ত

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, ফ্লাইওভারের টোল প্লাজার কর্মীরা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছান। ধোলাইপাড় ফ্লাইওভারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় সোহেলের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই আমির হোসেন জানান, নিহত সোহেল প্রাইভেটকার চালক ছিলেন এবং গতকাল গাড়ির কাজের জন্য উত্তর বাসাবো এলাকার একটি গ্যারেজে গিয়েছিলেন। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে তার মৃত্যু হয়েছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী জানান, বৃহস্পতিবার রাতে সোহেলের স্ত্রী তার স্বামী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে হানিফ ফ্লাইওভার থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার স্ত্রী এবং থানা পুলিশ মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

Link copied!

সর্বশেষ :