বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

স্ট্যাটাস নোটিফিকেশনে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৪:৪৮ পিএম

স্ট্যাটাস নোটিফিকেশনে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

হালনাগাদ বেটা ভার্সনে স্ট্যাটাস নোটিফিকেশনে নতুন ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে লিস্টে থাকা বন্ধু বা পরিচিতদের স্ট্যাটাস আপডেটে ট্যাগ করে দেয়া যাবে।

আগের ভার্সনে এ ফিচারটির বিষয়ে জানানো হয়েছিল। প্রযুক্তিবিশারদদের মতে ট্যাগ করার ফিচারের মাধ্যমে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি স্ট্যাটাস আপডেটে নতুন সুবিধা চালু করছে।

এক প্রতিবেদনে ওয়াবেটাইনফো এ ফিচারের তথ্য সংবলিত স্ক্রিনশট পেয়েছে বলে জানিয়েছে। যেখানে দেখা হয়নি এমন স্ট্যাটাসের নোটিফিকেশন দেখানোর পরীক্ষা চালানো হচ্ছে বলে উল্লেখ রয়েছে। ফিচারটিতে কিছু সুবিধা পাওয়া যাবে।

প্রথমত ব্যবহারকারীরা নির্দিষ্ট কন্টাক্টকে আলাদাভাবে নোটিফিকেশন পাওয়ার জন্য নির্ধারিত করতে পারবে। এর মাধ্যমে এসব কন্টাক্ট নতুন কিছু আপলোড করলে সে বিষয়ে জানানো হবে।

দ্বিতীয়ত ব্যবহারকারীর কার্যক্রমের ভিত্তিতে নোটিফিকেশন পাঠানো হবে। অর্থাৎ অতি সম্প্রতি কারো সঙ্গে কথা বলা হলে তার স্ট্যাটাস আপডেট বা অন্য আপলোডের বিষয়ে জানানো হবে।

বর্তমানে এসব সুবিধা বা ফিচার বেটা পরীক্ষণ ভার্সনে রয়েছে। যে কারণে এগুলো আদৌ প্রকাশ্যে আসবে কী না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

Link copied!

সর্বশেষ :