বাংলাদেশ শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩১

হোয়াটসঅ্যাপ একাধিক বার্তা পিন করার সুযোগ চালু করল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৪, ১০:২৫ পিএম

হোয়াটসঅ্যাপ একাধিক বার্তা পিন করার সুযোগ চালু করল

হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পিন করা যাবে। রয়টার্স

হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না। তবে চাইলেই ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের নির্দিষ্ট বার্তা ‘পিন’ করে রাখা যায় হোয়াটসঅ্যাপে। ফলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত পড়ার সুযোগ মিলে থাকে। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়া এ সুবিধার পরিধি বাড়িয়েছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে সর্বোচ্চ তিনটি বার্তা পিন করা যাবে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ব্যবহারকারীরা চাইলে যেকোনো বার্তা ২৪ ঘণ্টা, ৭ ও ৩০ দিন পর্যন্ত পিন করে রাখতে পারবেন। এ জন্য কাঙ্ক্ষিত বার্তাগুলো কিছুক্ষণ চেপে ধরে রেখে ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘পিন’ অপশন নির্বাচন করতে হবে। তবে গ্রুপ চ্যাটে প্রশাসকের অনুমতি ছাড়া অন্য সদস্যরা চাইলেও বার্তা পিন করতে পারবেন না। শিগগিরই সব ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, পিন করা বার্তার সংক্ষিপ্ত তথ্য (প্রিভিউ) দেখার জন্য ‘পিনড মেসেজ প্রিভিউ’ সুবিধাও চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপে পিন করা বার্তাগুলোতে ক্লিক না করেই সেখানে থাকা তথ্য সম্পর্কে ধারণা মিলবে। শুধু তা-ই নয়, বার্তার সঙ্গে থাকা ছবিও সংক্ষিপ্ত আকারে দেখা যাবে।

  • সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ ডটকম
Link copied!

সর্বশেষ :