বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

থ্রেডসে যুক্ত হলো ট্রেন্ডিং নাউ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৫:২৯ পিএম

থ্রেডসে যুক্ত হলো ট্রেন্ডিং নাউ

সময়ের আলোচিত বিষয়গুলো বিশেষভাবে দেখাতে ‘ট্রেন্ডিং নাউ’ ফিচার যুক্ত করেছে থ্রেডস। মেটা প্রধান মার্ক জুকারবার্গ এক পোস্টে নতুন এই ফিচারটি আনার ঘোষণা দিয়েছেন। আপাতভাবে সকল মার্কিন ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাবেন।

খবরে বলা হয়, থ্রেডস অ্যাপে কী ধরনের কথোপকথন হয়, অবশেষে তার সম্ভাব্য দৃশ্যপট দেখানোর সুবিধা চালু করছে মেটা।

ফেব্রুয়ারিতে ফিচারটি নিয়ে পরীক্ষা শুরু করে মেটা, যেখানে ‘ব্যবহারকারীর তাৎক্ষণিক সম্পৃক্ততার ভিত্তিতে’ বিভিন্ন টপিক শনাক্ত করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়।

ফিচারটি দেখা যাবে থ্রেডসের সার্চ পেইজ ও ব্যবহারকারীর ‘ফর ইউ’ ফিডের বিভিন্ন পোস্টের মাঝখানে।

আপাতত ফিচারটি সীমিত পরিসরে চালু হয়েছে, যেখানে একই সময়ে কেবল পাঁচটি ট্রেন্ডিং টপিক দেখাচ্ছে অ্যাপটি।

Link copied!

সর্বশেষ :