ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষ করে বর্তমান সময়ে বেশি তাপমাত্রার কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের মতো ঘটনা খুবই ঝুঁকিপূর্ণ।
অনেক সময় ধরে স্মার্টফোনে গেম খেলা বা ভিডিও দেখলে বেশি তাপ উৎপন্ন হয়। প্রায়ই হার্ডওয়্যারের কারণে তাপমাত্রা বেড়ে যায় বলে ধারণা করা হলেও এর আরো কিছু কারণ রয়েছে। সেসব বিষয় উল্লেখ করা হলো-
প্রথমত, স্মার্টফোনে বিভিন্ন ফিচার যুক্ত করা হলেও ডিভাইসের গঠন ও ওজনে বড় ধরনের পরিবর্তন এসেছে। স্মার্টফোন পাতলা হওয়ায় ব্যাটারিও কম উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়। যে কারণে চার্জ দেয়া ও ব্যবহারের সময় বেশি তাপ উৎপন্ন হয়।
দ্বিতীয়ত, ডিভাইসের দামের কারণেই যে তাপ কম বেশি হবে এমন নয়। সাধারণত একটি স্মার্টফোন ৩৫-৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করে থাকে। তবে ভারী কাজ না করেও যদি ডিভাইস গরম হয়ে যায়, তাহলে বুঝতে হবে মোবাইলে সমস্যা রয়েছে।
স্মার্টফোন গরম হওয়ার আরেকটি কারণ হচ্ছে প্রসেসর গরম হয়ে যাওয়া। স্মার্টফোনের মূল অংশ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি অংশ, যা সবসময় কাজ করে। এসব সমস্যার বেশকিছু সমাধানও রয়েছে।
অনেকেই স্মার্টফোন কভার বা কেস ব্যবহার করে থাকে। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে বেশি তাপ উৎপন্ন করে। তাই ডিভাইস থেকে বেশি তাপ অনুভূত হলে কভার খুলে ফেলতে হবে।
স্মার্টফোনে চার্জ আছে কিনা তা দেখতে হবে। একসঙ্গে বেশি অ্যাপ চালু রাখা যাবে না। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন।
প্রয়োজন ছাড়া ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এছাড়া মোবাইল ডাটা বন্ধ রাখতে হবে।
বেশি সময় স্মার্টফোন চার্জ দেয়া যাবে না। বিশেষ করে সারা রাত চার্জ দেয়া থেকে বিরত থাকতে হবে। এতে স্মার্টফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটে।
রোদের মধ্যে বেশিক্ষণ স্মার্টফোন রাখা যাবে না। এতে ব্যাটারি গরম হয়ে দুর্ঘটনা ঘটার অাশঙ্কা থাকে।
আপনার মতামত লিখুন :