বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

দ্রুতগতির বৈদ্যুতিক গাড়ি আনছে পোর্শে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৪:২০ পিএম

দ্রুতগতির বৈদ্যুতিক গাড়ি আনছে পোর্শে

স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে হাজারের অধিক হর্সপাওয়ারের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনছে। গাড়িটির আনুমানিক দাম ২ লাখ ৩০ হাজার ডলার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিএনএন।

আগামী গ্রীষ্মে ১০৯৩ হর্সপাওয়ার শক্তির গাড়ি বাজারে ছাড়বে বলে ঘোষণা দিয়েছে পোর্শে। টাইকান টার্বো জিটি নামের এই বৈদ্যুতিক গাড়িটি এরমধ্যেই দুটি ট্র‍্যাক স্পিড রেকর্ড গড়েছে এবং টেসলার মডেল এসকে হারিয়েছে ১৮ সেকেন্ডের ব্যবধানে।

নতুন ফিচার, লঞ্চ কন্ট্রোল বোতামের সাহায্যে ১০৯৩ হর্সপাওয়ারের গাড়িটির ৬০ মাইল/ঘণ্টা গতিতে পৌঁছাতে সময় লাগে মাত্র ২ দশমিক ১ সেকেন্ড। এছাড়া অ্যাটাক মুড নামের আরেকটি ফিচারের মাধ্যমে ১০ সেকেন্ডের জন্য ৯৩৭ হর্সপাওয়ার শক্তিতে চলতে পারে গাড়িটি।

সাধারণত বৈদ্যুতিক গাড়িতে একাধিক মোটর থাকায় তেলচালিত যে কোনো গাড়ির তুলনায় এগুলো বেশি দ্রুতগতির হয়ে থাকে। তবে টাইকান টার্বো জিটি গতির দিক থেকে আগের যে কোনো মডেলকে পেছনে ফেলবে, আশা করছে নির্মাণকারী প্রতিষ্ঠান।

এর আগে, তেলচালিত পোর্শে ৯১১ মডেলের গাড়িটি সর্বোচ্চ ৩৭৯ হর্সপাওয়ারের শক্তি উৎপাদন করে। অন্যদিকে টয়োটা প্রিয়াস উৎপন্ন করে ১৯৬ হর্সপাওয়ার শক্তি। তাই গতির দিক থেকে এদের যে কাউকে খুব সহজেই পেছনে ফেলতে যাচ্ছে টাইকান টার্বো জিটি।

টাইকান নামটি এসেছে তুর্কি তাইকান শব্দ থেকে। যার অনুবাদ করলে দাঁড়ায় ‘একটি শাবকের আত্মা’। এটি ৪ সিটের গাড়ি এবং ২০১৯ সালে প্রথম বাজারে আসে। তাছাড়া টাইকানই পোর্শের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি হিসেবে বাজারে আসলো, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩০ হাজার ডলার হতে পারে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

 

জার্মান স্পোর্টস গাড়ির প্রতিষ্ঠান পোর্শে ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ভক্সওয়াগেন গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটি এরইমধ্যে ঘোষণা করেছে পরবর্তী প্রজন্মের সব গাড়িই তারা বৈদ্যুতিক মডেলে বানাবে। ফলে আইকনিক ৯১১ মডেলের গাড়িটিই তাদের শেষ তেলচালিত গাড়ি হতে যাচ্ছে বলে জানানো হয়।

Link copied!

সর্বশেষ :