বাংলাদেশ শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩১

কোস্টগার্ডের ‘ভি-স্যাট’ কমিউনিকেশন সিস্টেম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৫:৫৩ পিএম

কোস্টগার্ডের ‘ভি-স্যাট’ কমিউনিকেশন সিস্টেম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন ভৌত অবকাঠামো ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় বাহিনীতে সংযোজিত ভি-স্যাটনেট যোগাযোগব্যবস্থার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলানগরে কোস্টগার্ড সদর দফতরে এ যোগাযোগব্যবস্থার উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে কোস্ট গার্ডের যোগাযোগ ব্যবস্থয় যুগান্তকারী পরিবর্তন আনতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সাথে সংযোগ স্থাপনের জন্যআজ কোস্ট গার্ডে নব সংযোজিত ভিস্যাট নেট সিস্টেম এবং ঢাকা জোন, পূর্ব জোন ও দক্ষিণ জোনের বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ কাজ উদ্বোধন করেছি।

তিনি আরো বলেন, নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে। যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এসময় বাংলাদেশ কোস্ট গার্ডকে আধুনিক ও শক্তিশালী করতে শিগগিরিই এই বাহিনীতে উন্নত প্রযুক্তির মেরিটাইম সার্ভাইলেন্স সিস্টেমের জাহাজ যুক্ত হতে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

সকাল ১০টার দিকে কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে কোস্টগার্ডের সদর দফতরে পৌঁছান প্রধানমন্ত্রী।

পরে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিদের হাতে পদক তুলে দেন।

প্রসঙ্গত, ভিস্যাট খুব ছোট আকারের সংযোগযন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে। এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস ৩ মিটারের কম হয়, যেখানে অন্যান্য ধরনের উপগ্রহ কেন্দ্রের ব্যাস হয় প্রায় ১০ মিটারের মত।

Link copied!

সর্বশেষ :