আসছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে দেশের টেলিভিশন গ্রাহকদের জন্য বিশেষ উপহার বিতরণ করেছে দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটন। গ্রাহকরা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, ডিলার শোরুম বা অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে একটি বেসিক এলইডি টিভি বা স্মার্ট টিভি ক্রয় করে ঢাকা কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার একটি বিনামূল্যের ফ্লাইট টিকেট পেতে পারেন। চলতি মাসের ১ তারিখ থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।
ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন বলেন, “ওয়ালটন গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা প্রদান করে এবং গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য সম্বলিত উচ্চমানের টিভি সরবরাহ করে এবং ঈদুল ফিতর উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে। " ওয়ালটন টিভি গ্রাহকদের বিনামূল্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্লাইটের টিকিট প্রদান করুন। ওয়ালটন টিভি কিনে এরই মধ্যে ১৫ জন গ্রাহক এই সুবিধা পেয়েছেন। রমজানের শেষ পর্যন্ত প্রতিদিন অসংখ্য গ্রাহক এই সুবিধা পাবেন। আমি বিশ্বাস করি ওয়ালটন টিভির এই উদ্যোগ ঈদে টিভি দর্শকদের আনন্দ ও বিনোদন বাড়িয়ে তুলবে।”
ঈদুল ফিতরকে সামনে রেখে, ওয়ালটন টিভি ক্রয় করে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্লাইট টিকিট ক্রয় করে দেশব্যাপী `২০তম ডিজিটাল ক্যাম্পেইন সিজন`-এর মাধ্যমে গ্রাহকরা `নিরন্তর কোটিপতি` হওয়ার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ ওয়ালটন টিভি কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা।
ঈদুল আযহায় গ্রাহকরা ওয়ালটনের ৪৮টি মডেলের টিভি পাবেন। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, গুগল টিভি, ওয়েবওএস এবং কুলিটা স্মার্ট এলইডি টিভি অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন আকারের বেসিক ওয়ালটন এলইডি টিভি। ক্রেতারা বাজারে ওয়ালটন স্মার্ট 32ই এবং 43ই এলইডি টিভি কিনতে পারবেন যথাক্রমে 19,990 টাকা এবং 33,990 টাকায়।
Walton TV গ্রাহকরা 5 বছর পর্যন্ত প্যানেল ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট সহ 6 মাসের বিনামূল্যে গ্রাহক পরিষেবা পাবেন। দেশের সর্ববৃহৎ আইএসও সার্টিফাইড সার্ভিস বিভাগের অধীনে সারা দেশে ছড়িয়ে থাকা ৮২টি সার্ভিস সেন্টারের মাধ্যমে ওয়ালটন টিভি গ্রাহকদের দ্রুত এবং সেরা বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :