বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

স্প্যাম কল বন্ধে আইফোনে যুক্ত হলো নতুন ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১০:৩৪ পিএম

স্প্যাম কল বন্ধে আইফোনে যুক্ত হলো নতুন ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার

স্প্যাম কলের সমস্যায় কমবেশি সবাই ভুগে থাকেন। জরুরি কাজে ব্যস্ত থাকার সময় স্প্যাম কলের মাধ্যমে ভোগান্তি আরও বাড়ে। এই সমস্যার সমাধানে আইফোনে নতুন ফিচার যুক্ত করেছে ট্রুকলার। এখন থেকে স্প্যাম কল শনাক্ত করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করাও সম্ভব হবে।

ট্রুকলারের নতুন ‘অটো ব্লক স্প্যাম’ ফিচারটি বিশেষভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। এতদিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা বেশি পেলেও এবার আইফোন ব্যবহারকারীরাও একই সুবিধা ভোগ করতে পারবেন।

নতুন এই ফিচার কেবল স্প্যাম নম্বর শনাক্তই করবে না, বরং সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে। ফলে ব্যবহারকারীরা স্প্যাম কলের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। ব্লক হওয়া কলগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে এবং পাশে ‘স্ক্যামার’ বা ‘ফ্রড’ ট্যাগ যুক্ত থাকবে।

আইফোন ব্যবহারকারীরা ট্রুকলার অ্যাপে থাকা ২ হাজার পর্যন্ত কল রেকর্ড অনুসন্ধান করতে পারবেন। ট্রুকলারের নতুন এআই ফিচার এবং গ্লোবাল ডাটাবেসের মাধ্যমে অপরিচিত নম্বরের তথ্য দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ফলে কোনো কলই আইফোনে অপরিচিত থাকবে না।

এই ফিচারটি ব্যবহারকারীদের ফোন কলের অভিজ্ঞতা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে সাহায্য করবে।

Link copied!

সর্বশেষ :