বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সমৃদ্ধ নতুন ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘আইডিয়াপ্যাড স্লিম ৫আই’ নামের এই ল্যাপটপটি সহজেই উচ্চমানের গ্রাফিক্স ও ভিডিও সম্পাদনার জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ১,২৫,০০০ টাকা, সঙ্গে থাকছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ল্যাপটপটির ১৬ ইঞ্চির আইপিএস অ্যান্টি-গ্লেয়ার পর্দা ৩০০ নিটস ব্রাইটনেসে উন্নত মানের ছবি ও ভিডিও উপস্থাপন করতে সক্ষম। পর্দায় টিইউভি লো ব্লুলাইট প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ওপর কোনো চাপ পড়ে না।
নিরাপত্তা ফিচার হিসেবে ল্যাপটপটিতে রয়েছে সেন্সরযুক্ত আইআর ওয়েবক্যাম ও উইন্ডোজ হ্যালো ফেস লক প্রযুক্তি। উন্নত মানের অডিওর জন্য ব্যবহার করা হয়েছে ডলবি স্পিকার।
ল্যাপটপটির হার্ডওয়্যার ফিচারে রয়েছে ৪.৫ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আলট্রা ফাইভ প্রসেসর, ১৬ গিগাবাইট ডিডিআরফাইভএক্স র্যাম এবং ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ। প্রয়োজনে ল্যাপটপটির স্টোরেজ বাড়ানোর সুবিধাও রয়েছে। ল্যাপটপটি চলবে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, নতুন এই ল্যাপটপটি গ্রাফিক্স ও ভিডিও সম্পাদনায় নিখুঁত পারফরম্যান্স দিতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :