ফিচার ফোনের বাজারে আবারও নতুন করে জোয়ার আসতে চলেছে। এইচএমডি গ্লোবাল একটি ফিচার ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি অতীতে অত্যন্ত জনপ্রিয় একটি ফিচার ফোনের নতুন ভার্সন হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কোম্পানির ওয়েবসাইটে নতুন টিজার জারি করা হয়েছে।
চলুন জেনে নেওয়া যাক এই ফোনটি কবে এবং কি নামে লঞ্চ করা হতে পারে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে HMD একটি নতুন টিজার শেয়ার করেছে। কোম্পানির বর্ষপূর্তি উপলক্ষে এই পোস্ট করা হয়েছে। পোস্টে দেখা গেছে ব্র্যান্ড আইকনিক ফিচার ফোনের কথা জানিয়েছে। টিজার ইমেজে ফোনের সম্পূর্ণ লুক সামনে আসেনি, তবে মনে করা হচ্ছে এই ফোনটি অতীতে অত্যন্ত জনপ্রিয় 3310 হতে পারে। টিজারে এই ফোনটি হলুদ কালারে দেখা গেছে। লঞ্চের সময় এই ফোনটি কয়টি কালার অপশনে পেশ করা হবে সেটাই দেখার।
Hmd এর গ্লোবাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ফোনটি আগামী মে মাসে লঞ্চ করার কথা বলা হয়েছে। তবে কোম্পানির ইন্ডিয়ান হ্যান্ডেলে ফোনটির লঞ্চ সম্পর্কে কিছুই বলা হয়নি। আগামী দিনে এই ফোনটি সম্পর্কে অন্যান্য তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি গত মাসের ২৮ ফেব্রুয়ারি HMD তাদের নতুন স্মার্টফোন টিজ করেছিল। সবচেয়ে বড় কথা এটি কোম্পানির সেলফ রিপেয়ার স্মার্টফোন হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি আগামী জুলাই মাসে লঞ্চ করা হবে বলে কোম্পানি জানিয়েছিল। বর্তমানে এই আপকামিং ফিচার ফোন এবং স্মার্টফোনের নাম ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :