বাংলাদেশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

গুগলের নতুন ‍‍`সার্কেল টু সার্চ‍‍` সুবিধা: এআই ও নতুন ফিচার যুক্ত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৭:৩১ পিএম

গুগলের নতুন ‍‍`সার্কেল টু সার্চ‍‍` সুবিধা: এআই ও নতুন ফিচার যুক্ত

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক তথ্য অনুসন্ধান অভিজ্ঞতা নিয়ে এসেছে গুগল। তাদের ‘সার্কেল টু সার্চ’ ফিচারের নতুন সংস্করণে এবার যোগ হয়েছে এআই ওভারভিউ এবং ওয়ান-ট্যাপ অ্যাকশনস। এ সুবিধার মাধ্যমে স্মার্টফোনের পর্দায় থাকা যেকোনো ছবি, ভিডিও বা টেক্সট সহজে বৃত্তাকার চিহ্ন দিয়ে নির্বাচন করে দ্রুত বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যাবে।

গুগল জানায়, নতুন সংস্করণটি প্রাথমিকভাবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা যাবে। পরবর্তীতে সব হালনাগাদ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এটি উন্মুক্ত করা হবে।

সম্প্রতি স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে জানানো হয়েছে, গুগলের সঙ্গে তাদের অংশীদারত্ব আরও বিস্তৃত হয়েছে। এর ফলে স্যামসাং গ্যালাক্সি এস২৫, এস২৫+ এবং এস২৫ আলট্রা মডেলের ডিভাইসগুলোতে ডিফল্ট স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’ যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ডিভাইসগুলোতে নতুন ‘সার্কেল টু সার্চ’ ফিচারও সরাসরি ব্যবহার করা যাবে।

গুগলের এই আপডেট প্রযুক্তিপ্রেমীদের জন্য আরও দ্রুত ও নির্ভুল তথ্য অনুসন্ধানের অভিজ্ঞতা দেবে বলে মনে করা হচ্ছে।

Link copied!

সর্বশেষ :