বাংলাদেশ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

জিআইএফ সুবিধা আনলো স্ল্যাক

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৫:২৬ পিএম

জিআইএফ সুবিধা আনলো স্ল্যাক

অফিসের অন্যতম কমিউনিকেশন টুলস স্ল্যাক। সেই স্ল্যাকেই এবার নতুন আপডেট আসছে। এবার স্ল্যাকে আসছে জিআইএফ (GIF)। এবার অফিসের টিমমেটরা জিআইএফ দিয়ে রিঅ্যাকশন বা যোগাযোগ করতে পরাবেন। নতুন আপডেটে জিআইএফ খোঁজার অপশনও থাকবে স্ল্যাকে।

আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে একথা জানিয়েছে স্ল্যাক। এক্স প্ল্যাটফর্মে স্ল্যাকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী জিআইএফ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। জানানো হয়েছে, মেসেজ করার সময় জিআইএফ ব্যবহার করা যাবে।

স্ল্যাকে জিআইএফ-এর নতুন ট্যাব থাকবে। সেই ট্যাবের মাধ্যমে ইমোজি শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

Link copied!

সর্বশেষ :