বাংলাদেশ বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

অবশেষে গুগল ড্রাইভে এলো ডার্ক থিম

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৫:২৬ পিএম

অবশেষে গুগল ড্রাইভে এলো ডার্ক থিম

ওয়েবে শুধুমাত্র কয়েকটি গুগল অ্যাপ এবং পরিষেবা ডার্ক মোড সুবিধাটি চালু করেছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো গুগল ড্রাইভ। খবর ৯টু৫গুগল।

ফিচারটি ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে। ব্যবহারকারীরা উপরের-ডান কোণে গিয়ার আইকনে ক্লিক করে এরপর সেটিংস > জেনারেল ও অ্যাপেয়ারেন্সে গিয়ে ডার্ক মোড চালু বা বন্ধ করতে পারবেন।

নতুন ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের ডার্ক মোড সমর্থন করে না। তাই যারা ডার্ক মোড ব্যবহার করতে চান তাদেরকে সেটিংস থেকে সেটি চালু করে নিতে হবে। যদিও ফিচারটি চালু হলে প্রথমবার গুগল এ বিষয়ে একটি পপআপ দেখাবে।

গুগল কিপ, এবং চ্যাট ডার্ক থিম সাপোর্ট করে। জিমেইল ডার্ক মোড থাকলেও সেটি ইমেইলের কনটেন্ট ভিউতে কোনো পরিবর্তন আনে না।

Link copied!

সর্বশেষ :