বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন আয়ের সুযোগ: আসছে উন্নত মনিটাইজেশন প্রোগ্রাম

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:৩২ পিএম

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন আয়ের সুযোগ: আসছে উন্নত মনিটাইজেশন প্রোগ্রাম

ফেসবুক এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে এসেছে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম। মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটি একক প্ল্যাটফর্মের মাধ্যমে কনটেন্ট থেকে উপার্জনের পথ সহজ করতে ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস, এবং পারফরম্যান্স বোনাস সিস্টেমকে একত্রিত করেছে।

ফেসবুক জানিয়েছে, নতুন এই প্রোগ্রামের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা রিল, লং-ফরম্যাট ভিডিও, ফটো, এমনকি টেক্সট পোস্ট থেকেও অর্থ উপার্জন করতে পারবেন। ছোট ভিডিওর বাইরেও অন্যান্য মিডিয়া পোস্টে রিল অ্যাডস অন্তর্ভুক্ত থাকবে।

বিশেষ আকর্ষণ হিসেবে এতে যোগ করা হয়েছে ‘পারফরম্যান্স বোনাস’ সুবিধা, যা ক্রিয়েটরের কাজের মান এবং দর্শকদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে বোনাস দেবে। এটি কনটেন্টের গুণগত মান উন্নত করার পাশাপাশি ক্রিয়েটরদের আয়ের সুযোগ বৃদ্ধি করবে।

নতুন এই মনিটাইজেশন প্রোগ্রাম ২০২৫ সালে পুরোপুরি উন্মুক্ত করা হবে। তবে বর্তমানে এটি ফেসবুকের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। নির্বাচিত ১ মিলিয়ন ব্যবহারকারী ইতিমধ্যেই এই প্রোগ্রাম ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

ফেসবুকের লক্ষ্য, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টেকসই আয়ের পথ তৈরি করা এবং তাদের কাজকে আরও কার্যকর ও সৃজনশীলভাবে পরিবেশিত করা।

Link copied!

সর্বশেষ :