অ্যান্ড্রয়েড ফোন থেকে সহজেই অন্য আরেকটি অ্যান্ড্রয়েড ফোনে নেওয়া যায় ডেটা। এমনকি একটি ফোনের পুরো সিস্টেম ট্রান্সফার করা যায় অন্য আরেকটি ফোনে। তবে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডেটা ট্রান্সফারে বেশ জটিলতা রয়েছে। সেই জটিলতা শিগগির কাটানো হবে বলে জানিয়েছে আাইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গ্যাজেটস নাও এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এ সংক্রান্ত ১২ পৃষ্ঠার একটি ডকুমেন্ট শেয়ার করেছে অ্যাপল। তাতে বলা হয়, এখন থেকে আইফোনে এমন একটি সিস্টেম চালু করা হবে, যাতে অ্যান্ড্রয়েডেও সহজেই ডেটা ট্রান্সফার করা যাবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটিং অ্যাক্ট (ডিএমএ) মেনে এই পরিবর্তন আনছে অ্যাপল। এ ছাড়া সাফারি ব্রাউজার আন–ইনস্টল করার সুবিধাও আনছে অ্যাপল। এখানে থার্ড পার্টির ফ্যাসিলিটিও থাকবে। আগামী ২০২৫ সালের দিকে এসব ফিচার যুক্ত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে নতুন আরেকটি ফিচার আনে অ্যাপল। এই সুবিধার আওতায় হোম স্ক্রিন থেকে সহজেই সরানো যায় অ্যাপ। আগামী বছরগুলোতে আরও নতুন ফিচার যুক্ত করতে তারা।
আপনার মতামত লিখুন :