বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

স্মার্টফোনেরও কি এক্সপায়ার ডেট থাকে?

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৫:২৪ পিএম

স্মার্টফোনেরও কি এক্সপায়ার ডেট থাকে?

আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসেরই নির্দিষ্ট মেয়াদ থাকে, যাকে এক্সপায়ার ডেট বলে। একটা নির্দিষ্ট সময়ের পর অধিকাংশ জিনিসেরই এক্সপায়ার ডেট শেষ হয় বা মেয়াদোত্তীর্ণ হয়। এখন প্রশ্ন হলো, আমাদের প্রতিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্মার্টফোনেরও কি এক্সপায়ার ডেট থাকে?

স্মার্টফোনের এক্সপায়ার ডেট
সে অর্থে এক্সপায়ার ডেট না থাকলেও অন্য যেকোনো জিনিসের মতো স্মার্টফোনও সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। স্মার্টফোন যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, তাই অন্য ডিভাইসের মতোই এর ব্যাটারিতে বিভিন্ন কেমিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়। আর এসব কেমিক্যাল নির্দিষ্ট সময়ের পর শেষ হয়ে যায়। প্রয়োজন বিবেচনায় ব্যাটারি বা অন্যান্য পার্টস পরিবর্তন করে ব্যবহার করা যেতে পারে দীর্ঘদিন।

তবে স্মার্টফোনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো এক্সপায়ার ডেট নেই। একটি ফোন যত বছরই ব্যবহার করুন না কেন, এর মেয়াদ শেষ হয় না। কিন্তু এমন কিছু কারণ রয়েছে যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই স্মার্টফোন নষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত স্মার্টফোনের কোনো বড় ত্রুটি না দেখা দেয়, ততক্ষণ এটি কাজ করতে থাকে।

ভালো ব্র্যান্ডের স্মার্টফোন বছরের পর বছর কাজ করবে। স্মার্টফোনে এমন চিপ এবং যন্ত্রাংশ ব্যবহার করা হয় যা দীর্ঘ সময় ধরে চলে। তবে ফোনটি যত্ন সহকারে ব্যবহার করতে হবে। অনেক ফোন কোনো সমস্যা ছাড়াই ৩ থেকে ৮ বছর ধরে ব্যবহার করা যায়। তবে মাঝেমধ্যে এর ব্যাটারি পরিবর্তন করতে হতে পারে।

তবে বর্তমানে স্মার্টফোন নির্মাতারা ২ থেকে ৩ বছর পর সফটওয়্যার আপডেট করা বন্ধ করে দেয়। এর ফলে পুরোনো স্মার্টফোন আর ব্যবহারযোগ্য থাকে না।

Link copied!

সর্বশেষ :