বাংলাদেশ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

স্ট্রিমিং প্লাটফর্ম রকুতে সাইবার হামলা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৪:১০ পিএম

স্ট্রিমিং প্লাটফর্ম রকুতে সাইবার হামলা

জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম রকুতে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি দেয়া এক বিবৃতিতে হামলার বিষয়টি স্বীকার করেছে প্লাটফর্মটি। এতে ১৫ হাজারেরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে থাকা সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। খবর টেকটাইমস।

একশর বেশি অ্যাকাউন্ট অনলাইনে বিক্রি করে দেয়া হয়েছে বলে জানা গেছে। কেননা এসব অ্যাকাউন্টে ব্যবহারকারীর ক্রেডিট কার্ডের তথ্য ছিল। যার মাধ্যমে অবৈধ লেনদেন করা সম্ভব হয়েছে। স্ট্রিমিং প্লাটফর্ম রকুতে আট কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। চলতি সপ্তাহে ফার্মটি সাইবার হামলার তথ্য প্রকাশ করেছে এবং মেইন ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কাছে নথি জমা দিয়েছে।

নথিতে বলা হয়, ২০২৩ সালে ২৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৩৬৩টি অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। প্রাপ্ত তথ্যানুযায়ী, অন্য একটি উৎস থেকে এসব অ্যাকাউন্টে প্রবেশ করার ক্রেডেনশিয়াল বা তথ্য সংগ্রহ করেছে হ্যাকাররা।

Link copied!

সর্বশেষ :