বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

অ্যাপলের সিইও টিম কুকের সাফল্যের মূলমন্ত্র

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১২:৩৭ এএম

অ্যাপলের সিইও টিম কুকের সাফল্যের মূলমন্ত্র

টিম কুকের সফল সকালের রহস্য
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক স্টিভ জবসের পর ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটিকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর নেতৃত্বে অ্যাপল পরিণত হয়েছে তিন লাখ ৩৬ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল প্রতিষ্ঠানে। প্রযুক্তি উদ্ভাবনেও প্রতিষ্ঠানটি দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ৬৪ বছর বয়সেও টিম কুক তাঁর তরুণদের মতো কর্মক্ষমতা দিয়ে মুগ্ধ করছেন সবাইকে।

সম্প্রতি একটি পডকাস্টে টিম কুক তাঁর সফল কর্মজীবনের কিছু গোপন কথা শেয়ার করেছেন। তিনি বলেন, দিনের শুরুতেই ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা তাঁর সাফল্যের অন্যতম বড় কারণ। টিম কুকের মতে, দিনের শুরুটা শক্তিশালী হলে বাকি সময়ও কার্যকরভাবে পরিচালনা করা যায়। তিনি বলেন, "দিনের প্রথম অংশ আমাকে নিজের জন্য সময় দিতে সাহায্য করে। আমি কিছুক্ষণের জন্য নীরব থাকতে পারি এবং আমার ফোকাস ঠিক রাখতে পারি।"

প্রতিদিন ঘুম থেকে ওঠার পর টিম কুক প্রথমেই নিজের ই-মেইল ও বার্তা পড়েন। নাশতার সময় তিনি কর্মী ও গ্রাহকদের বার্তার উত্তর দেন। গ্রাহকদের কাছ থেকে আসা ই-মেইল তাঁকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, "আমার গ্রাহকেরা অনেক অসাধারণ গল্প শেয়ার করেন। অনেক সময় তাঁরা আমাকে জানান কীভাবে অ্যাপল ওয়াচ তাঁদের জীবন বাঁচিয়েছে। এসব বার্তা আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।"

Link copied!

সর্বশেষ :