বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৮:৪৪ পিএম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ১১তম ডিজিটাল সামিট। এবারের সামিটের পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

ডিজিটাল রেনেসাঁ: ইনোভেটিং ফর টুমরো’স কনজিউমার’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে দুটি কিনোট সেশন, চারটি প্যানেল আলোচনা ও দুটি ইনসাইট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও করপোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব উদ্বোধনী বক্তব্যে বলেন,
ডিজিটাল পরিবর্তন এখন আর কোনো বিকল্প নয়, বরং অত্যাবশ্যকীয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের উদ্ভাবনী হতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং ভোক্তাদের চাহিদা বুঝতে হবে।”

তিনি আরও বলেন, “এই সম্মেলনের লক্ষ্য বিশেষজ্ঞ বক্তাদের আলোচনা ও দিকনির্দেশনার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক দিকগুলো তুলে ধরা, যা ব্যবসায় ও ব্র্যান্ডিংয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।”

সামিটে দুটি কিনোট সেশনে বক্তব্য দেন—জাভেদ আখতার, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং প্রেসিডেন্ট, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।মাহতাব উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা অংশীদার, বিল্ডকন কনসালটেন্সিস লিমিটেড।

জাভেদ আখতার বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটাভিত্তিক কৌশলের ভূমিকা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ব্যবসায় নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা ইউনিলিভার গভীরভাবে সংযুক্ত করেছে।”

চারটি প্যানেল আলোচনায় ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—

  • হাইপার পার্সোনালাইজেশন ও অভিজ্ঞতানির্ভর অর্থনীতি
  • ডেটাভিত্তিক ক্রিয়েটিভিটির চর্চায় উদ্ভাবনের গুরুত্ব
  • ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক ভূমিকা

সামিটের অংশীদার প্রতিষ্ঠান

সামিটের বিভিন্ন অংশীদারদের মধ্যে ছিলেন—

  • অফিশিয়াল ক্যারিয়ার অংশীদার: টারকিশ এয়ারওয়েজ
  • হসপিটালিটি অংশীদার: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
  • নলেজ অংশীদার: মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ
  • টেকনোলজি অংশীদার: আমরা টেকনোলজিস লিমিটেড
  • পিআর অংশীদার: ব্যাকপেজ পিআর

১১তম ডিজিটাল সামিটে বিপণন কৌশলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডেটাভিত্তিক বিশ্লেষণ এবং ভোক্তাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এই আয়োজন ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!

সর্বশেষ :