বাংলাদেশ শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

ওয়ার্নারের ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ১০:০৪ এএম

ওয়ার্নারের ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবে

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। যেখানে খেলেছিলেন ওয়ার্নার। এছাড়াও বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপে সফর করেছেন অজি এই অভিজ্ঞ ওপেনার।

পূর্বের অভিজ্ঞতা থেকেই ওয়ার্নার মনে করেন, আইপিএলের মতো বিশ্বকাপে এতো রান দেখা যাবে না। ওয়েস্ট ইন্ডিজের উইকেট টার্ন থাকবে বলে মনে করছেন ওয়ার্নার। যেখানে স্পিনাররা সুবিধা পাবে।ওয়ার্নার বলেন, ‘সেখানে (ওয়েস্ট ইন্ডিজে) উইকেট ধীরগতির হতে পারে, কিছুটা টার্ন করতে পারে। উইকেট কিছুটা নিচু ও ধীরগতির হয়। ফলে স্পিনাররা সুবিধা পাবে। এমনকি ২০১০ বিশ্বকাপ যখন খেলেছি, হাই স্কোরিং উইকেট ছিল না।’

ওয়ার্নার আরও বলেন, ‘তখনই (তেমন উইকেটে) আপনার অ্যাঙ্করের প্রয়োজন হয়। মাইক হাসির মতো একজনকে, সেখানে আমাদের জন্য রান করেছিল। সে উইকেটে আসত, তার নিজের মতো একটা ইনিংস খেলত। সেখানে বিষয়টি পুরোপুরি ভিন্ন হবে। সময়ের কারণে ম্যাচগুলোও হবে মূলত দিনের বেলাতে। তাই এটা একটা বড় ভূমিকা রাখবে।’আগামী ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।

 


 

Link copied!

সর্বশেষ :