বাংলাদেশ শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দুই জমজ ভাইয়ের ব্যাটে-বলে দাপট, প্রথমবার T20I এ দক্ষিণ আফ্রিকাকে হারাল আয়ারল্যান্ড

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১০:০৫ এএম

দুই জমজ ভাইয়ের ব্যাটে-বলে দাপট, প্রথমবার T20I এ দক্ষিণ আফ্রিকাকে হারাল আয়ারল্যান্ড

টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে সাউথ আফ্রিকা বিপক্ষে আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়

টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ( T20I) দক্ষিণ আফ্রিকা Vs আয়ারল্যান্ড ম্যাচে দুই আডায়ার ভাইয়ের তান্ডব। এক ভাই করেছেন সেঞ্চুরি, অন্য ভাই নিয়েছেন ৪ উইকেট। আন্তর্জাতিক T20 ক্রিকেটে এটা প্রোটিয়াদের বিপক্ষে আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়।

 

ব্যাটে বলে আডায়ার ব্রাদার্সের তান্ডব

 

প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কপালে ক্রমশ শনি ঘুরছে। ক‍‍`দিন আগেই আফগানিস্তানের কাছে তারা প্রথমবার কোনও ওয়ান ডে ম্যাচে পরাজিত হয়। এমনকি ওয়ান ডে সিরিজও হেরে বসে আফগানিস্তানের কাছে। এবার আয়ারল্যান্ডের কাছে প্রথমবার কোনও টি-২০ ম্যাচে পরাজিত হল দক্ষিণ আফ্রিকা। সেদিক থেকে প্রোটিয়ারা হতাশার নতুন অধ্যায় রচনা করলেও আয়ারল্যান্ড ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বলা চলে।

রবিবার আবু ধাবিতে হাতের মুঠোর থাকা ম্যাচ দক্ষিণ আফ্রিকার নাগালের বাইরে নিয়ে যান আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামা দুই ভাই রস আডায়ার ও মার্ক আডায়ার। একজন প্রোটিয়াদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের হয়ে প্রথম সেঞ্চুরি করেন। অন্যজন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইরিশদের হয়ে সর্বকালের সেরা বোলিং পারফর্ম্যান্স মেলে ধরেন।

রস আডায়ারের ঐতিহাসিক সেঞ্চুরি
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। রস আডায়ার ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ১০০ রান করে মাঠ ছাড়েন।

পল স্টার্লিং ৩১ বলে ৫২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২০ রান করেন জর্জ ডকরেল। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ৫১ রান খরচ করে ২টি উইকেট নেন উইয়ান মাল্ডার। লুঙ্গি এনগিদি নেন ২৩ রানে ১ উইকেট।

১৯তম ওভারে ম্যাচের মোড় ঘোরান মার্ক আডায়ার। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা একসময় ১৮ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করে ফেলে। অর্থাৎ, জয়ের জন্য ১২ বলে ২৩ রান দরকার ছিল তাদের। হাতে ছিল ৬টি উইকেট। এই অবস্থায় ১৯তম ওভারে মার্ক আডায়ার ৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ফলে প্রবল চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। জিততে শেষ ওভারে ১৮ রান দরকার ছিল প্রোটিয়াদের। তারা গ্রাহাম হিউমের শেষ ওভারে ৭ রান তোলে এবং আরও ২টি উইকেট হারায়।

দক্ষিণ আফ্রিকা শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৫ রানে আটকে যায়। ১০ রানে ম্যাচ জিতে ২ ম্যাচের সিরিজ ১-১ ড্র করে আয়ারল্যান্ড। প্রোটিয়াদের হয়ে ৩২ বলে ৫১ রান করেন রিজা হেন্ডরিক্স। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ৪১ বলে ৫১ রান করেন ম্যাথিউ ব্রিৎজকে। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন।

আয়ারল্যান্ডের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচ করে ৪টি উইকেট নেন মার্ক আডায়ার। ২৫ রানে ৩টি উইকেট নেন গ্রাহাম হিউম। ম্যাচ তথা সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রস আডায়ার।

 

Link copied!

সর্বশেষ :