বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর সত্য নাকি মিথ্যা!

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১০:৫৮ পিএম

সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর সত্য নাকি মিথ্যা!

সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ। ছবি: সংগৃহীত

প্রায় দুই দশকের পেশাদার ক্যারিয়ারে সাকিব আল হাসান বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলে আসছেন। এই দীর্ঘ ক্যারিয়ারে কখনোই তার বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তবে সম্প্রতি একটি সংবাদ ভেসে বেড়াচ্ছে যে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এ সারের হয়ে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে।

গত সেপ্টেম্বরে সাকিব সারের হয়ে একটি মাত্র ম্যাচ খেলে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। এ ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে শোনা যায়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা করানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংবাদটি প্রচারিত হয়।

এ বিষয়ে বিসিবির বিবৃতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই খবর ভিত্তিহীন বলে জানায়। বিসিবি পরিচালক ইফতিখার রহমান মিঠু ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, বিসিবির কাছে এমন কোনো তথ্য আসেনি। রাবিদ ইমাম আরও জানান যে, সাধারণত বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হলে ম্যাচের আম্পায়াররা রিপোর্ট করেন। এরপর আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডে তা জানানো হয়। কিন্তু সাকিবের ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি।

বিসিবির যুক্তি

বিসিবির মতে খবরটি যদি সত্যিই হতো তাহলে সেপ্টেম্বরের পরপরই সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা আসতো। অথচ তিনি সম্প্রতি ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলেছেন। কোনো আপত্তি ছাড়াই ওই টেস্ট ম্যাচে অংশ নেন তিনি। ফলে বিসিবি স্পষ্ট জানায় সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

বোলিং অ্যাকশনের পরীক্ষা সংক্রান্ত আলোচনা

তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাকিবের বোলিং অ্যাকশন পুনরায় পরীক্ষা করা হতে পারে বলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। যদিও এখনও ল্যাব নির্ধারণ হয়নি। সাকিবের অ্যাকশন যদি অবৈধ প্রমাণিত হয় তবে তাকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলিং থেকে বিরত থাকতে হবে এবং পরবর্তীতে অ্যাকশন সংশোধন করে ফের মাঠে নামতে হবে।

সাকিবের বর্তমান পরিস্থিতি ও মানসিক অবস্থা

সম্প্রতি ব্যক্তিগত কারণে সাকিব কিছুটা মানসিক চাপের মধ্যে আছেন। দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নেওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তার দেশে আসা নিয়ে অনেক জলঘোলা হয়ে গেছে দেশে, ফলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও দলে থাকার অনুরোধ করেননি এই অলরাউন্ডার।

 

Link copied!

সর্বশেষ :