আজ দুপুর ২:১৫ মিনিটে ঢাকায় পৌঁছেছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। এই গৌরবময় মুহূর্তে তাদের সংবর্ধনার জন্য প্রস্তুত করা হয়েছিলো একটি ছাদখোলা বাস। কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে বিমানবন্দরে যায় বাসটি, সেখান থেকে বিজয়ীদের নিয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবিনাদের বাফুফে ভবনে পৌঁছে দেবে। ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে বাসটি।
বাসের বিশেষ সাজসজ্জা
এবারে বাস জুড়ে শুধু ফুটবলারদেরই জয়গান নেই রাজনৈতিক হস্তক্ষেপ। বাসের দুই পাশে রয়েছে চ্যাম্পিয়ন দলের ছবি এবং মাঝখানে ট্রফি নিয়ে দলের গ্রুপ ছবি। বাম দিকে রয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা এবং ডান দিকে সেরা গোলরক্ষক রুপ্না চাকমার ছবি। এছাড়াও ঋতুপর্ণার ছবির ঠিক ওপরে নারী ফুটবলের স্পন্সর ঢাকা ব্যাংক অন্যান্য পৃষ্ঠপোষক আমরা ও পুষ্টির লোগোও সংযুক্ত করা হয়েছে।
ছাদখোলা বাসের যাত্রাপথ
বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়েতে উঠে এফডিসি মোড়, সাত রাস্তা, মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইলের পথে পল্টনে পৌঁছাবে বাসটি। এরপর নটরডেম কলেজের সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে এসে শেষ হবে এই যাত্রা।
চালক ও সহকারী দল
এই বিশেষ বাসের অভিজ্ঞ চালক বরিশালের মো. মেহেদী হাসান। যিনি ১০ বছর ধরে বিআরটিসিতে বাস চালাচ্ছেন। এছাড়াও যাত্রাপথে তত্ত্বাবধানে তার সঙ্গে আছেন চালক মো. নাজমুল খান ও কারিগরি সহকারী মো. সুজন।
সাবিনা-রুপনাদের এই সংবর্ধনা যাত্রা দেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :