বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

আবারো রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০৫:৪১ পিএম

আবারো রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

ফুটবল

আবারো ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন লিওনেল মেসি। ব্যালন ডি’অরের দৌড়ে ইতিমধ্যেই সিআর সেভেনকে পেছনে ফেলেছেন তিনি। এবার ব্যালন ডি’অরের জন্য পয়েন্টে রোনালদোকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনা সুপারস্টার। এছাড়াও, ব্যালন ডি‍‍`অর ইতিহাসে 4,000 পয়েন্ট স্কোর করা প্রথম এবং একমাত্র খেলোয়াড়।

প্রশ্ন করা হলে এই প্রজন্মের সেরা ফুটবলার কে? তখন অনেকেই বিবাদে যোগ দেবেন। কেউ লিওনেল মেসিকে এগিয়ে রাখবে, কেউবা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ফুটবলের সৌন্দর্য নিয়েও এমন বিতর্ক তৈরি হয়েছে।

তবে, সেরা ফুটবলার গণনা করার সময়, ব্যালন ডি‍‍`অরের প্রসঙ্গটি সত্যিই গুরুত্বপূর্ণ। ফুটবল খেলোয়াড়দের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়। যেখানে সাংবাদিক, কোচ ও দলের অধিনায়করা ভোটে অংশ নেন। আপনার ভোটই নির্ধারণ করবে কে "সেরা" খেতাব পাবে।

ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে রোনালদোর চেয়ে এক ধাপ এগিয়ে আর্জেন্টিনা সুপারস্টার। মেসির আছে ৮টি ব্যালন ডি’অর আর সিআরসেভেনের আছে মাত্র ৫টি। সাফল্যের মতো এগিয়ে যান। তবে ৩,৭৮১ ব্যালন ডি’অর পয়েন্ট নিয়ে মেসির চেয়ে এগিয়ে আছেন সিআর সেভেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি সর্বোচ্চ ১৮ বার ব্যালন ডি‍‍`অরের জন্য মনোনীত হয়েছেন।

2022 সালের ডিসেম্বরে, দীর্ঘ খরার পর এলএম টেন আর্জেন্টিনাকে বিশ্ব শিরোপার স্বাদ এনে দেয়। 2023 ব্যালন ডি‍‍`অর পুরস্কার তার হাতে। সারা বিশ্বের ফুটবল অধিনায়ক ও সাংবাদিকদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন মেসি। ব্যালন ডি’অর পয়েন্টে রোনালদোকে পেছনে ফেলেছেন আর্জেন্টিনা তারকা।


সে সময় ব্যালন ডি’অরের পয়েন্ট তালিকা প্রকাশ না হলেও পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করা হয়। এই মুহূর্তে রোনালদোর থেকে মেসি ৪৪৩০ পয়েন্ট বেশি। আর ব্যালন ডি’অরের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি 4,000 পয়েন্ট করেছেন তিনি হলেন আর্জেন্টাইন জাদুকর। আর ৩,৭৮১ পয়েন্ট নিয়ে পর্তুগিজ সুপারস্টার। ৮৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন লুকা মদ্রিচ। চতুর্থ স্থানে রয়েছেন বহু বছর আগে ফুটবল থেকে অবসর নেওয়া ফরাসি তারকা জিনেদিন জিদান।

Link copied!

সর্বশেষ :