বাংলাদেশ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

হিরো থেকে ভিলেন সাকিবের আর দেশে ফেরা হলো না, কানপুরই হলো শেষ টেস্ট

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ১০:৩৮ এএম

হিরো থেকে ভিলেন সাকিবের আর দেশে ফেরা হলো না, কানপুরই হলো শেষ টেস্ট

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। সৈরচারী সরকারের পতনের পর পর যেন তার জীবনেও নেমে এসেছে অভিযোগ, অসম্মানের ছায়া। জাতির আবেগ নিয়ে তিনি নিজেই করেছেন তামাশা। ফলস্বরূপ তার স্বজাতিই তার বিরুদ্ধে এখন সোচ্চার। জীবনের যত অর্জন, মানুষের ভালোবাসা আবেগ সব কিছুই তিনি নিজের ভুলেই ধূলোয় মিশিয়ে দিলেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার তার জীবনের শেষ ম্যাচ দেশের মাটিতে খেলার ইচ্ছা পোষন করলেও পূরন হচ্ছে না তার এই শেষ ইচ্ছা।

দেশে না ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত

মিরপুরে শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসানের দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্তভাবে বাতিল হয়েছে। দেশের উদ্দেশ্যে রওনা দিলেও দুবাই থেকেই সাকিব আল হাসান তার যাত্রায় ইউটার্ন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গণমাধ্যমের সাথে আলাপচারিতায় সাকিব নিজেই জানান, তিনি কোথায় যাবেন জানেন না কিন্তু তার এখন আর দেশে ফেরা হচ্ছে না। নিরাপত্তা জনিত কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। তার সিদ্ধান্ত চূড়ান্ত কিনা জানতে চাইলে সাকিব জানান, "এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।" এর মাধ্যমে নিশ্চিত হয় যে, সাকিবের মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার ইচ্ছা আর পূর্ণ হচ্ছে না।

বিসিবির পরামর্শে ফ্লাইট বাতিল

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিসিবির একটি ভার্চুয়াল মিটিংয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়। বিসিবির এই পরামর্শ মেনেই সাকিব তার ফ্লাইট বাতিল করেন। অথচ বিসিবি তাকে প্রথম টেস্টের দলে রেখেই দল ঘোষণা করেছিল। যদিও নির্বাচকরা সরকারের সবুজ সংকেত পেয়েই সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু হঠাৎ করেই কেন সাকিবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হলো তা স্পষ্ট নয়। বিসিবির পক্ষ থেকেও এই বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

বিক্ষোভ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ

সাকিবের দেশে ফেরার খবর জানার পর বুধবার (১৬ অক্টোবর) শিক্ষার্থীরা তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায়। তারা ঘোষণা দেয় যে, সাকিব দেশে ফিরলে তারা বিক্ষোভ করবে এবং তাকে স্টেডিয়ামে প্রবেশ করতে না দেওয়ার জন্য বিসিবির কাছে আবেদন করবে। গতকাল বৃহস্পতিবার তারা বিসিবিতে একটি স্মারকলিপি জমা দেয় এবং অন্যান্য শিক্ষার্থীদেরও বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানায়।

 

বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা অপূর্নই রইলো

কানপুর টেস্টের আগের দিন সাকিব ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিরুদ্ধে দায়ের করা হত্যার অভিযোগের ফলে তার দেশে ফেরাই এখন ঝুকিপূর্ন। যদিও তিনি দেশে ফেরার আকুতি জানিয়ে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

বিসিবির অস্পষ্ট অবস্থান

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রথমদিকে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বলেছিলেন। পরবর্তীতে সাকিব ফেসবুকে এক বিশাল আবেগঘন পোস্ট করে দুঃখ প্রকাশ করে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করেন। এর পরপরই ক্রীড়া উপদেষ্টা আশ্বাস দেন সাকিবের দেশে ফেরা এবং নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না।

শেষ পর্যন্ত সিদ্ধান্তের পরিবর্তন

হিরো সাকিবের অবস্থান এখন তলানীতে, ফেইজবুকের আবেগঘন পোস্টও নড়াতে পারেনি দেশের জনগনের আবেগকে। বিসিবির সবুজ সংকেত এবং সরকারের আশ্বাস সত্ত্বেও সাকিবের ফেরার পরিকল্পনা যাত্রাপথেই গুটিয়ে নিতে হয়েছে। মিরপুরে তার বিরুদ্ধে চলমান বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত সাকিবের টেস্ট ক্যারিয়ার শেষ হলো কানপুরেই। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার সসম্মানে দেশের মাটিতে টেস্ট খেলে ক্যারিয়ারকে বিদায় জানাতে পারলেন না।

 

Link copied!

সর্বশেষ :